Monday, August 25, 2025

সোনালিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করতে আনন্দ বোসকে সুপ্রিম নির্দেশ, কোচবিহারে সঞ্চারী

Date:

রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা পরে সুপ্রিম নির্দেশ আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Banerjee) নিয়োগ করার জন্য আচার্য সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose) নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি। রাজ্যের প্রস্তাবিত তালিকায় থাকা প্রথম প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কেই কোচবিহারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করল শীর্ষ আদালত।

রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যে মতান্তর চলছে, তার সমাধান করবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি ললিত নিজে বাছাই করবেন ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জানাবেন সুপ্রিম কোর্টকে। এদিন এই দিয়েছে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের।

বিচারপতি জানিয়েছেন, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে উপাচার্য নিয়োগ হয়েছে। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা তৈরি হয়। এই তালিকায় ছিল কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী-সহ রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়গুলি। তার মধ্যে এদিন রবীন্দ্র ভারতীতে উপাচার্য নিয়োগ করতে রাজ্যপাল তথা আচার্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version