Monday, August 25, 2025

প্রয়াত তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, শোকপ্রকাশ অভিষেকের

Date:

তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস (Prasenjit Das)। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে। দলীয় মুখপাত্রের প্রয়াণে শোকপ্রকাশ করলেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রসেনজিৎ দাসের (Prasenjit Das) মৃত্যুর খবরে পূর্ব বর্ধমান জেলাজুড়ে শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন প্রসেনজিৎ, ছিল ডায়াবেটিস। তিনদিন আগে আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় বর্ধমানের একটি নার্সিংহোমে এবং পরে সেখান থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে অভিষেক লেখেন, “তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই।”

প্রয়াত তৃণমূল নেতার রাজনৈতিক সহযোগী তন্ময় সিংহ রায় জানিয়েছেন, বর্ধমান রাজ কলেজে ছাত্র রাজনীতির পর ১৯৮৪ সালে তৎকালীন বর্ধমান জেলা আইএনটিইউসি-র সভাপতি সন্তোষ সাহা শিকদারের হাত ধরে তার সক্রিয় রাজনীতিতে আসা। এরপর যুব আইএনটিইউসি এবং পরে আইএনটিইউসির জেলা সভাপতি হন। ছিলেন ইনটাকের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলির সদস্যও। বর্ধমান শহরের হকারদের একত্রিত করে হকার্স ইউনিয়ন গড়ে বামেদের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন প্রসেনজিত দাসকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসে। এরপর কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে প্রথমে জেলার মুখপাত্র এবং পরে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র নির্বাচিত হন। পাশাপাশি অতন্দ্র প্রহরী নামে নিয়মিত একটি পত্রিকাও তিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসে সাংবাদিক মহলে। এদিন কলকাতা থেকে তাঁর মরদেহ তৃণমূলের জেলা অফিসে নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের নেতা-কর্মীরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version