Monday, August 25, 2025

সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার কথাও ভেবেছিলেন যুজবেন্দ্র চাহাল

Date:

ধনশ্রীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। সোশ্যাল মিডিয়া থেকে নানান মাধ্যমে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান কথাবার্তা চলছিল। সেইসঙ্গে ধনশ্রীর (Dhanashree) তরফ থেকে চাহালের বিরুদ্ধে নানান অভিযোগও সোশ্যাল মিডিয়াতে এসেছে। এতদিন মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশেষে মুখ খুললেন তিনি। আর তাতে চাহাল যা বললেন, এককথায় সকলেই হতবাক। চূড়ান্ত অবসাদ থেকে একসময় নাকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন ভারতীয় দলের এই স্পিনার।

গত বছর থেকেই চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়েও ছিল নানা কথা। এবার সেই নিয়ে চাহালও আর চুপ করে থাকলেন না। ,তিনি নিজেই মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিয়ের শেষ কয়েকটা মাস একেবারেই ভালো কাটেনি। চূড়ান্ত অবসাদের মধ্যে নাকি চলে গিয়েছিলেন চাহাল। ছেড়েছিলেন ক্রিকেট, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মাসনসিক চাপ এবং পারিপার্শিক চাপে তিনি নাকি একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলেন।

একটি পডকাস্টে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “আমি অবসাদে ভুগছিলাম। আমার মাঝেমধ্যেই অ্যাংসাইটি অ্যাটাক হত। এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে আমি নিজের সম্পর্কে বহু জিনিস দেখতাম। তখনই ক্রিকেট থেকে কয়েকদিনের একটা বিরতি নিয়েছিলাম। আমি মাঝেমধ্যেই কেঁপে উঠতাম, এমনকি এসি চললে সেখানেও ক্রমশ ঘামতাম”।

শেষ মরসুমে বিজয় হাজারে ট্রফি থেকে নাম তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কেন সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের চেজ মাস্টার নিয়েছিলেন, অবশেষে তা সকলের সামনে এল। এখনও অবশ্য ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু চাহাল এবার যে ফের একটা কামব্যাকের চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version