ফের ডবলইঞ্জিন সরকারের রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেই শ্রমিকের খবর পেয়েই পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে ও উদ্যোগে একটি টিম ইমিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে জানাবেন তাঁরা। তার পরে অভিষেকের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।
বিজেপিশাসিত রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী শ্রমিকরা। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূলের তরফে। এই পরিস্থিতিতে খবর আসে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আটক বিষ্ণুপুরের বলাখালির বাসিন্দা বাবাই সর্দার। এই ঘটনা জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন যাতে অবিলম্বে একটি দল মুম্বই পাঠানো হয়।
সেই মতো সাংসদের নির্দেশে শনিবার সন্ধেয় রওনা হয়েছে পাঁচ সদস্যের দল। দলে রয়েছেন অরূপকুমার দাস, শচী নস্কর, রাজীব গাজি, পলাশ কর্মকার। তাঁরা সেখানে গিয়ে সব ধরনের সাহায্য ও সহায়তা দিয়ে কীভাবে শ্রমিকদের উদ্ধার করা যায় সেই চেষ্টা করবেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–