Sunday, November 16, 2025

হলদিয়া জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত ৪, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা তমলুক আদালতের

Date:

পাঁচ বছর আগের ভয়াবহ হলদিয়া জোড়া খুনের ঘটনার মামলায় অবশেষে রায় দিল তমলুক আদালত। মা রমা দে ও মেয়ে রিয়া ওরফে জেসিকাকে শ্বাসরোধ করে খুন এবং দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে অভিযুক্ত চার জনকে শনিবার দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার সরকারি আইনজীবী স্বপনকুমার পাঠক জানান, “৪৫ জন সাক্ষীর বয়ান ও দীর্ঘ শুনানির ভিত্তিতে চার অভিযুক্ত— সাদ্দাম হোসেন, মঞ্জুর আলম মল্লিক, শুকদেব দাস ওরফে শিবু, এবং আমিনুর হোসেন ওরফে সিন্টুকে ৩০২ এবং ২০১ ধারায় দোষী প্রমাণ করা হয়েছে।”

ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৮-১৯ ফেব্রুয়ারি। পূর্ব মেদিনীপুরের ঝিকুড়খালি এলাকায় একটি ইটভাটায় দুই মহিলার দেহ পোড়ানোর চেষ্টা করতে দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশের কাছে। তদন্তে উঠে আসে, একসঙ্গে মা ও মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন। পরে রিয়াকে বিয়ে করলেও দু’জনের সম্পর্ক থেকে মুক্তি পেতে ওই নারকীয় হত্যাকাণ্ডের ছক কষে সাদ্দাম।

পুলিশি তদন্তে উঠে আসে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দু’জনকেই শ্বাসরোধে খুন করা হয়। এরপর দেহ দু’টি পোড়ানোর চেষ্টা হয় ইটভাটায়।

তমলুক আদালত শনিবার রায় জানায়— ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাস সশ্রম কারাদণ্ড। ২০১ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস জেল। তবে সাজা একসঙ্গে চলবে।

আসামিদের আইনজীবী সুব্রতকুমার মাইতি জানিয়েছেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। প্রমাণ যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।” এই রায় রাজ্যের বহুল চর্চিত এক খুনের মামলার বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – মহারাষ্ট্রে আটক বিষ্ণুপুরের শ্রমিক! খবর পেয়েই উদ্ধারে টিম পাঠালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version