মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী বাংলার ৮০ হাজার বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধানে শনিবার (২ অগাস্ট ২০২৫) থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্প শিবির। জলের সংযোগ সংক্রান্ত সমস্যা থেকে বাজার এলাকায় ড্রেনেজ সিস্টেম বা খারাপ রাস্তা মেরামতির মতো একাধিক বিষয়ের দিকে নজর দেওয়া হবে। তালিকায় রয়েছে, প্রাথমিক বিদ্যালয় সংস্কার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতি থেকে শুরু করে পুকুর সংস্কার, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধানও। চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। যদিও দুর্গাপুজো ও কালীপুজোর ছুটির সময় শিবির বন্ধ থাকবে।

তৃণমূল সরকারের আমলে উৎসবের বাংলায় পর্যটনে জোয়ার

শুক্রবারই নবান্নের (Nabanna) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের (Govt of WB) এই নতুন কর্মসূচিতে ষোলো ধরনের সমস্যার সমাধান হবে। শুধু নাগরিক পরিষেবায়ই নয়, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর জন্য প্রতি বুথে বরাদ্দ ১০ লক্ষ, মোট বাজেট প্রায় ৮ হাজার কোটি টাকা। আগামী বছরের জানুযারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে প্রশাসন। প্রতি তিনটি বুথের জন্য একটি করে শিবির হবে। মোট ২৮ হাজারেরও বেশি শিবির আয়োজনের ভাবনার রয়েছে রাজ্য সরকারের।

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–