বীরভূমের তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage, Birbhum) পিলারে একাধিক ফাটল, শুক্রবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা (Heavy Vehicles restrictions) জারি করা হল। জেলা পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করতে পারবে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ব্যারেজের নিচের দিক থেকে বালি ও মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর এ থেকেই বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংস্কারের কাজ শুরু করা হয়। কিন্তু জল ছাড়ার কারণে সেই কাজ মাঝপথে আটকে গেছে। অগত্যা বিপদের ঝুঁকি এড়াতে ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সেচ দফতরের (State Irrigation Department) চার সদস্যের প্রতিনিধি দল। চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানান, “ স্ট্রাকচারাল ড্যামেজ হওয়ার জন্য বেড অনেকটাই নীচে নেমে গিয়েছে, সেটা পূরণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। আপাতত বিকল্প রুট ব্যবহার করেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। যত দ্রুত সম্ভব ব্যারেজ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–