Tuesday, August 12, 2025

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যু, বিশেষত আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। তৈরি হয়েছে পড়ুয়াদের মানসিক স্থিতি পরীক্ষা করার কমিটি। কিন্তু সেই কমিটি সঠিকভাবে কাজ শুরু করার আগেই শেষ হয়ে গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের আরও একটি মেধাবী জীবন। এবার আইআইটি বম্বের (IIT Bombay) পড়ুয়ার মৃত্যু হল ছাদ থেকে পড়ে। ফলে ক্যাম্পাসে মৃত্যুর ঘটনায় নতুন সংযোজন। যদিও এই পড়ুয়ার মৃত্যু দুর্ঘটনা, না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।

আইআইটি, এইমস, আইআইএসইআর-এর মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে যে মেধাবী পড়ুয়ারা পড়েন তাদের মৃত্যুতে বিভিন্ন সম্ভাবনা উঠে এসেছে, যার মধ্যে একদিকে যেমন ব়্যাগিং-এর ঘটনা রয়েছে, তেমনই বেকারত্বের হার (unemployment rate) বৃদ্ধির প্রভাবও রয়েছে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইআইটি বম্বে। যেখানে ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়ার হার গত দুবছরে রেকর্ড হারে কমেছে।

আইআইটি বম্বে (IIT Bombay) সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২.৩০ নাগাদ ক্যাম্পাসের হস্টেলের (hostel) ছাদ থেকে পড়ে যায় রোহিত সিনহা নামে এক পড়ুয়া। তাকে হিরানন্দিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রোহিত মেটালার্জি বিভাগের অন্তিম বর্ষের পড়ুয়া ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক পড়ুয়া জানান, তিনি রাতে ছাদে ফোনে কথা বলার সময় ওই পড়ুয়াকে পড়ে যেতে দেখেন। যদিও মৃত পড়ুয়ার থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যাওয়ার কথা স্বীকার করেনি আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ আইআইটি বম্বে কর্তৃপক্ষের। মেধাবী পড়ুয়ার মৃত্যুতে গোটা আইআইটি মহল শোকস্তব্ধ বলে জানানো হয়। যদিও কর্তৃপক্ষের একাংশের অভিযোগ মৃত পড়ুয়া মদ্যপ ছিলেন মৃত্যুর সময়ে।

আরও পড়ুয়া: শনির সকালে কুলগামে সেনার অপারেশনে খতম এক জঙ্গি, জারি তল্লাশি অভিযান

মৃত রোহিত দিল্লির বাসিন্দা ছিলেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ডেকে পাঠানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বইয়ের পোয়াই থানার পুলিশ।

Related articles

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...
Exit mobile version