Tuesday, November 4, 2025

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যু, বিশেষত আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। তৈরি হয়েছে পড়ুয়াদের মানসিক স্থিতি পরীক্ষা করার কমিটি। কিন্তু সেই কমিটি সঠিকভাবে কাজ শুরু করার আগেই শেষ হয়ে গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের আরও একটি মেধাবী জীবন। এবার আইআইটি বম্বের (IIT Bombay) পড়ুয়ার মৃত্যু হল ছাদ থেকে পড়ে। ফলে ক্যাম্পাসে মৃত্যুর ঘটনায় নতুন সংযোজন। যদিও এই পড়ুয়ার মৃত্যু দুর্ঘটনা, না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।

আইআইটি, এইমস, আইআইএসইআর-এর মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে যে মেধাবী পড়ুয়ারা পড়েন তাদের মৃত্যুতে বিভিন্ন সম্ভাবনা উঠে এসেছে, যার মধ্যে একদিকে যেমন ব়্যাগিং-এর ঘটনা রয়েছে, তেমনই বেকারত্বের হার (unemployment rate) বৃদ্ধির প্রভাবও রয়েছে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইআইটি বম্বে। যেখানে ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়ার হার গত দুবছরে রেকর্ড হারে কমেছে।

আইআইটি বম্বে (IIT Bombay) সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২.৩০ নাগাদ ক্যাম্পাসের হস্টেলের (hostel) ছাদ থেকে পড়ে যায় রোহিত সিনহা নামে এক পড়ুয়া। তাকে হিরানন্দিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রোহিত মেটালার্জি বিভাগের অন্তিম বর্ষের পড়ুয়া ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক পড়ুয়া জানান, তিনি রাতে ছাদে ফোনে কথা বলার সময় ওই পড়ুয়াকে পড়ে যেতে দেখেন। যদিও মৃত পড়ুয়ার থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যাওয়ার কথা স্বীকার করেনি আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ আইআইটি বম্বে কর্তৃপক্ষের। মেধাবী পড়ুয়ার মৃত্যুতে গোটা আইআইটি মহল শোকস্তব্ধ বলে জানানো হয়। যদিও কর্তৃপক্ষের একাংশের অভিযোগ মৃত পড়ুয়া মদ্যপ ছিলেন মৃত্যুর সময়ে।

আরও পড়ুয়া: শনির সকালে কুলগামে সেনার অপারেশনে খতম এক জঙ্গি, জারি তল্লাশি অভিযান

মৃত রোহিত দিল্লির বাসিন্দা ছিলেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ডেকে পাঠানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বইয়ের পোয়াই থানার পুলিশ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version