Monday, August 25, 2025

শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি সুবিধা দিতে এসএসসি ওয়েবসাইটে বদল!

Date:

সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকাদের পাশে রাজ্য সরকার। স্কুলে কর্মরত শিক্ষকদের বিশেষ সুবিধা দিতে এবার এসএসসির (School Service Commission) ওয়েবসাইটে বড় বদল। জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব সাইটে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কর্মরত শিক্ষকদের জন্য একটি বিশেষ এডিট (Edit Option) অপশন দেওয়া হচ্ছে। এখানে ক্লিক করে নিজেদের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে শুরু করে আগের পরীক্ষার রোল নাম্বার সবটাই উল্লেখ করা যাবে। শুক্রবার রাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে SSC।

সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ মেনে স্কুলে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে আবেদন প্রক্রিয়া, সবটাই শুরু করেছে কমিশন। রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলেও জানা গেছে। এবার নিয়োগ সংক্রান্ত নয়া তথ্য এল প্রকাশ্যে। স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা যাঁরা এবারের নিয়োগ পরীক্ষায় আবেদন করবেন, তাঁদের কাছ থেকে স্কুলের নাম সহ একাধিক তথ্য চাইল এসএসসি। যাঁরা কর্মরত তাঁরা কোন স্কুলে চাকরি করছেন, কবে স্কুলে যোগ দিয়েছেন, কত বছরের অভিজ্ঞতা, আগে স্কুলে শিক্ষকতা করিয়ে থাকলে তার কোড নাম্বার ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। সময়সীমা ৫ থেকে ১১ অগাস্ট ২০২৫ পর্যন্ত। এরপর আর ওয়েবসাইটে কোন রকমের তথ্য বদল করা যাবে না। যদিও কেন এ সিদ্ধান্ত তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও, বিশেষজ্ঞ মহল মনে করছে স্কুলে কর্মরত শিক্ষকদের সুবিধা দিতেই ওয়েবসাইটে এই নতুন অপশনটি যোগ করা হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version