রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অকারণে নিগ্রহের ইস্যুতে দুষ্কৃতীদের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জানিয়েছে, “গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতী। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দু’জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: বাঙালিদের হেনস্থা করে উচ্ছেদ: খবরই নেই কেন্দ্রের কাছে

পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি, এবং ভবিষ্যতেও নেব। ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না।”

–

–

–

–
–

–

–
–
–
–