Thursday, November 6, 2025

বাংলাভাষীদের বাংলাদেশী তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক- মোদি সরকারের এই ষড়যন্ত্র সাধারণ মানুষের মনে কতটা আতঙ্কের সৃষ্টি করেছে তারই উদাহরণ বোধহয় কুদঘাটের আনন্দপল্লির ঘটনা। সেখানে ষাটোর্ধ্ব প্রৌঢ় দিলীপকুমার সাহা (Dilip Kumar Saha) পুশব্যাকের (Pushback) আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। রবিবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে পুলিশ (Police)।

বাংলাদেশের জন্ম হলেও বহু বছর আগে এপার বাংলায় চলে আসেন দিলীপকুমার সাহা। কুদঘাটের কাছে আনন্দপল্লিতে তাঁর বাস। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি রয়েছেন। গত প্রায় একমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মানুষের উপর বিজেপির অত্যাচার, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অসম থেকে এনআরসির সার্টিফিকেট ধরানো- এইসব খবর দেখে অস্থির হয়ে উঠেছিলেন তিনি। জানিয়েছেন তাঁর ভাগ্নেবৌ পিঙ্কি সাহা। পরিবারের লোক তাঁকে আশ্বাস দেন, বাংলায় এসব কিছু হবে না। তবুও আতঙ্কে ভোগেন দিলীপ সাহা। সবাইকে বলেন, তাঁকেও জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভাইয়ের এমন ঘটনায় হতবাক তাঁর দিদিও। চোখের জলে বারবার তাঁর মুখে শুধু একটাই কথা ” এমনটা যেন আর কারুর সঙ্গে না হয়”।

শনিবার স্ত্রী, সন্তান নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন দিলীপের ছেলে। বাড়িতে ছিলেন শুধু তিনি ও তাঁর স্ত্রী। শনিবার রাতে স্ত্রীকে অন্য ঘরে ঘুমোতে পাঠান প্রৌঢ়। সোমবার সকালে ডাকাডাকির পর দরজা না খোলায় জানলা দিয়ে ঘরে উঁকি মেরে ঝুলন্ত দেহ দেখতে পান পিঙ্কি। খবর দেওয়া হয় পুলিশে।

আরও পড়ুন: কমিশনের বিরুদ্ধে বড় আন্দোলন: পরিকল্পনা ঠিক করতে বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক

পরিবারের অভিযোগ NRC- Pushback আতঙ্কেই অবসাদে আত্মহত্যা করেছেন দিলীপ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version