৮ অগাস্ট দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও ইন্ডিয়া জোটের (INDIA alliance)। তৃণমূল-সহ প্রায় প্রত্যেকটি বিরোধী দল এই ধর্না বিক্ষোভে থাকছে। ধর্না বিক্ষোভের আগের দিন পুরো পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডিনার বৈঠকে বসবে ইন্ডিয়া জোট। মূলত স্ট্যাটেজি নিয়েই আলোচনা হবে। তৃণমূল-সহ বিরোধী দলগুলির স্পষ্ট কথা যদি কোনও ভুয়ো নাগরিক ভোটার তালিকায় থাকে তাহলে তা বাদ দেওয়া হোক। কিন্তু একজনও ন্যায্য নাগরিকের ভোটাধিকার কাড়লে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লি কিম্বা মহারাষ্ট্রের ভোটে এই ভোটার তালিকা (voter list) ‘ম্যানেজ’ করেই ভোটে জিতেছে বিজেপি। বিহারেও এক লপ্তে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যে যে আসনগুলিতে বিজেপি পিছিয়ে রয়েছে, সেই সেই কেন্দ্রের ভোটারদের নাম বাতিল করার একটি চক্রান্ত শুরু হয়েছে। এছাড়াও সংখ্যালঘুদের ভোট বাদ দিতে নানারকম ছল চাতুরির আশ্রয় নিচ্ছে বিজেপি। তার প্রতিবাদেই এসআইআর (SIR) নিয়ে ৮ অগাস্ট কমিশনের (Election Commission) অফিস ধর্না। ৭ অগাস্ট স্ট্র্যাটেজি (strategy) তৈরির বৈঠক।

অন্যদিকে এসআইআর (SIR) নিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে রূপরেখা তৈরি করে দিতে কাল সোমবার বিকালে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: কীভাবে চলবে SIR বিরোধী আন্দোলন, সোমবার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা

৭ অগাস্ট ইন্ডিয়া জোটের ডিনার বৈঠকে থাকবেন ডিএমকের প্রতিনিধি দল। এম কে স্ট্যালিন অসুস্থ, তাঁর আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তাঁর লোকসভা ও রাজ্যসভার নেতা থাকবেন। দলের নেতা কানিমোঝি এবং তিরজি শিবা, আরজেডির পক্ষে নেতা তেজস্বী যাদব থাকবেন। সঙ্গে থাকবেন লোকসভা ও রাজ্যসভার নেতা। কংগ্রেসের পক্ষে থাকবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, গৌরব গোগোই। সমাজবাদী পার্টির পক্ষে অখিলেশ যাদব, ডঃ রামগোপাল যাদব। এনসিপির পক্ষে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) পক্ষে থাকবেন অরবিন্দ সাওয়ন্ত, সঞ্জয় রাউত। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) লোকসভা ও রাজ্যসভার শীর্ষ নেতৃত্ব।

–

–

–

–

–

–
–
–
–
–