Wednesday, August 20, 2025

কীভাবে চলবে SIR বিরোধী আন্দোলন, সোমবার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা

Date:

ভাষা আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে এবং নির্বাচন কমিশন (ECI) ঘেরাও কর্মসূচির দিক নির্দেশে সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। লোকসভা- রাজ্যসভার সব সাংসদদেরই উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, সুপ্রিমোর ডাকা এই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ৪ অগাস্ট বিকেল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হবে বলে খবর মিলেছে।

বিহারে যেভাবে এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ দেয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল (TMC)। সংসদের বাদল অধিবেশনে বারবার এই নিয়ে আলোচনা চেয়েছে I.N.D.I.A-র সদস্যরা। কিন্তু কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ায় গোটা সপ্তাহ জুড়ে দফায় দফায় বিক্ষোভে প্রায় প্রতিদিনই মুলতবি হয়েছে দুই কক্ষের অধিবেশন। সংসদে আগামী দিনে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবে সিলমোহর দিয়ে আগামী সপ্তাহে SIR প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে I.N.D.I.A.-র। সে ক্ষেত্রে বাংলার শাসকদের কী ভূমিকা থাকবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করেছে রাজ্যে শাসক দল। এই কর্মসূচির পরবর্তী রূপরেখাও আগামীকালের বৈঠক থেকে ঠিক করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখানেই শেষ নয়, কোর্টের নির্দেশ সত্ত্বেও ১০০ দিনের কাজের টাকা থেকে এখনও বঞ্চিত রাজ্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোনও না মেলায় আগামীতে বড় কোনও কর্মসূচির পথে হাঁটবে কিনা তৃণমূল তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version