ভিন জেলায় পালিয়েও শেষরক্ষা হল না: তৃণমূল নেতা পিন্টু খুনে পুলিশের জালে ‘বাঘা’

Date:

Share post:

কানাইপুরে (Kanaipur) তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী (মুন্না) খুনের মামলায় চতুর্থ অভিযুক্তকেও গ্রেফতার করল পুলিশ। পুলিশের তৎপরতায় বাঁকুড়া থেকে ধরা পড়ল অভিযুক্ত ভোলানাথ দাস ওরফে ‘বাঘা’। কানাইপুর পঞ্চায়েতে পিন্টু খুনের ঘটনার ছ’দিনের মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল চন্দননগর (Chandan nagar) পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হাড়হিম সেই খুনের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে কাটারি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে। এই ফুটেজ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল হুগলির কানাইপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে পরিকল্পিতভাবে খুন করা হয় পিন্টু চক্রবর্তীকে। এর মূল চক্রী হিসেবে আগেই ধরা পড়েছে বিশ্বনাথ দাস ওরফে ‘বিশা’। তাঁকে গ্রেফতারের পর উঠে আসে আরও তিনজনের নাম—বিশ্বজিৎ, দীপক এবং ভোলানাথ ওরফে বাঘা। এর মধ্যে বাঘা শেষ অভিযুক্ত হিসেবে শনিবার রাতে বাঁকুড়ার সোনামুখি থেকে ধরা পড়ে।

এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত বাঘার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। খুনের ছক, অস্ত্র ব্যবহারের পরিকল্পনা, এবং টাকা লেনদেন—সবই খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জমির কারবার থেকেই শত্রুতা। সেখান থেকে এই খুন। জানা যাচ্ছে, বাঘার স্ত্রীর নামে একটি জমি রয়েছে। সেই জমি বিক্রি নিয়ে পিন্টুর সঙ্গে অশান্তি হয় তাঁর ‘বিজ়নেস পার্টনার’ বিশার। ওই বিশাই ৩ লাখ টাকার বিনিময়ে দুই ভাড়াটে খুনিকে দিয়ে পিন্টুকে খুন করিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় বিশার দাদার বাঘারও ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার শ্রীরামপুর (Srirampur) আদালতে হাজির করানো হয়েছিল ধৃতদের। বিচারক বিশাকে আট দিনের পুলিশ হেফাজত এবং বিশ্বজিৎ ও দীপক নামে দুই ভাড়াটে খুনিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। চার অভিযুক্তের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের আদালতে তোলা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) বার্তা দিয়েছেন— ‘অপরাধ যেই করুক, কেউ রেহাই পাবে না। দল-নির্বিশেষে প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ যেভাবে তদন্তে অগ্রগতি এনেছে, তা যথেষ্ট প্রশংসাযোগ্য বলে মনে করছেন প্রশাসনিক মহল। আরও পড়ুন: 

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...