ভারতীয় ক্রিকেটে কি বুমরাহ (Jasprit Bumrah) জামানা শেষ। কয়েকদিন আগে চোট সারিয়ে ফেরা। ফের ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া। পঞ্চম টেস্টের আগেই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। তারপরই সামনে এসেছে আসল তথ্য। বুমরাহ নাকি হাঁটুতে চোট পয়েছে। আর তাতেই কিন্তু শুরু হয়েছে নানান গুঞ্জন। উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার কি তবে জসপ্রীত বুমরার বিকল্প খোঁজার সময় চলে এসেছে।
একটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে ভারতীয় দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু সিরিজ শুরুর আগেই তিনটি টেস্ট খেলার কথা জানিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শেষ টেস্টের আগে তো স্কোয়াড থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। জসপ্রীত বুমরাহ কি সত্যিই লম্বা রেসের ঘোড়া। কারণ যেভাবে চোট সারিয়ে ফেরার পরই আবার চোটের কবলে পড়ছেন তিনি, তাতে সকলেই বেশ চিন্তায় পড়ে যাচ্ছে।
এবার আবার হাঁটুর চোটের কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা পেসার। শোনা যাচ্ছে অস্ত্রোপচারের কোনও সম্ভাবনা নেই। কিন্তু স্ক্যাল রিপোর্ট হাতে পেলে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ক্রমশ এমনটাই চলতে থাকে তবে, সব সিরিজেই বুমরাহকে পূর্ণ সময় পাওয়া নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। সামনে রয়েছে এশিয়া কাপও। সেখানেও বুমরার খেলা ঘিরে রয়েছে ঘোর সংশয়।
এমন পরিস্থিতিতে অনেকেই বুমরা জামানা শেষ হওয়ার ইঙ্গিত যেন পাচ্ছেন। নির্বাচকদেরও সময় এসেছে ভারতীয় দলে এবার বুমরার পরিপূরক খোঁজা শুরু করার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–