বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আর সেই অসাংবিধানিক আচরণে ক্ষমা চাওয়ার বদলে ব্যাখ্যা দিতে নেমেছে বিজেপির আইটি সেলের হোতা অমিত মালব্য (Amit Malviya)। লজ্জার মাথা খেয়ে এবার বাংলাকে ভাষার স্বীকৃতি দিতেই অস্বীকার মালব্যর। জোকার মালব্যের অসৎ উদ্দেশ্যকে ধুইয়ে দিল তৃণমূল।
বাংলা ভাষার অনেক উপভাষা রয়েছে, তাই বাংলা নামে কোনও ভাষা নেই – জোকার মালব্যর এই হাস্যকর যুক্তিতে বিস্মিত তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমেরিকায় কোনও নথি লেখা হলে তাকে ‘আমেরিকান ভাষা’ বলা হয় না। তাকে ‘ইংরাজি’ বলা হয়। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা কখনই বলা যায় না। এটা বিশ্বাসঘাতকতা। বিজেপি বাংলাকে হত্যা করার কাজ চালিয়ে যাচ্ছে আর তাদের আইটি সেলের কুলি নির্লজ্জভাবে তার সাফাই দিচ্ছে। এই অপমানের জন্য ক্ষমা চাওয়ার বদলে এই জোকার (joker) আমাদের রাজ্যকে আরও অপমান করছে।
Stop it, CHOMU!
A document written in the US won’t be called “American language”.
It’s referred to as “ENGLISH”.
You CANNOT refer to Bengali as “Bangladeshi”. It’s TREASON.
BJP is carrying out a linguistic genocide of Bangla & this IT cell coolie is shamelessly justifying… https://t.co/ivXs2QTC31
— Saket Gokhale MP (@SaketGokhale) August 4, 2025
আরও পড়ুন: বাংলায় SIR-এ ঢাকে কাঠি! ইঙ্গিত নির্বাচন কমিশনের
দিল্লি পুলিশের বাংলাভাষাকে অপমানের যে সাফাই অমিত মালব্য দিয়েছেন, তাতে বাংলাভাষাকে শুধু অপমান নয়, বিজেপি শাসিত অসমের বরাক উপত্যকার মানুষের ভাষাকেও অপমান করেছেন, দাবি আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev)। বিজেপি আইটি সেল চালককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, এবার বিজেপি শিলেটিকে বাংলাদেশি ভাষা বলছে। যাদের ভারতের ভাষা সম্পর্কে কোনও ধারণা নেই, তারা এসেছে বক্তব্য পেশ করতে। সেই সঙ্গে তিনি তথ্য পেশ করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে লক্ষ লক্ষ মানুষ যারা দেশের নাগরিক ও অসমের বরাক উপত্যকার তিন জেলার বাসিন্দা, তাঁরা শিলেটি ভাষায় কথা বলেন। এটা আমাদের মাতৃভাষা। অসমের এই অংশের বাসিন্দা ১৮৭৪ সাল থেকে তার আগে বাংলার। ইতিহাস সম্পর্কে কোনও ধারণাই নেই মালব্যর।
Now BJP calls sylheti a Bangladeshi language.
People with zero idea of what languages are spoken in India choose to comment.
Lacs of people who are legitimate citizens for generations and live in the three districts of Barak Valley Assam speak sylheti. It’s our mother tongue.… https://t.co/z77P1FWx67
— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) August 4, 2025
–
–
–
–
–
–
–
–