Thursday, November 6, 2025

বিএলও-দের প্রশিক্ষণ, ভোটার তালিকা নিয়ে একাধিক নির্দেশিকা। সম্ভাবনা সত্যি করে অগাস্টেই কী শুরু হচ্ছে বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR)? সম্ভাবনা উস্কে দিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO, Election Commission) নতুন বিজ্ঞপ্তি। একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কায়দায় বিহার এসআইআর নিয়ে তথ্য পেশ করে নিজেদের স্বচ্ছ দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই ধাঁচেই জারি বিজ্ঞপ্তি।

১ অগাস্ট ঘোষণামতো বিহারের সংশোধিত ভোটার তালিকা পেশ করেছে দিল্লির নির্বাচন কমিশন (Election Commission)। সেই তালিকা সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২৪ ঘণ্টা পরে ফের সেই তালিকায় কোনও রাজনৈতিক দল বা কেউ ব্যক্তিগতভাবে কোনও অভিযোগ দায়ের করেনি, এমন তথ্যও বিজ্ঞপ্তি আকারে জারি করেছে জ্ঞানেশ কুমারের দফতর। যদিও পরে দুদিন ধরে অভিযোগ জমা পড়া শুরু হতেই বন্ধ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি।

এবার দিল্লির নির্বাচন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জানানো হল ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলের কাছে কবে কোন জেলার সম্পূর্ণ ও স্বচ্ছ ভোটার তালিকা (electoral roll) তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা হল তথ্য তুলে, এই তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি কোনও অভিযোগ সরকারিভাবে দায়ের করেননি।

আরও পড়ুন: শাহকে সাংগঠনিক রদবদলের ফর্দও ধরিয়ে আসবেন শমীক

২০২৪ লোকসভা নির্বাচনের আগে নভেম্বরে খসড়া তালিকা (draft electoral roll) দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলিকে। তার দরুণ ৩৪,১৮,৩৫৩টি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে জানুয়ারি মাসে ফের দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়। তারপরে আর কোনও দলের কোনও অভিযোগ নেই, আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে রাখল কমিশন। এরপরেই যে নতুন করে তালিকা সংশোধন (SIR) শুরু করবে কমিশন (Election Commission), রাজনৈতিক দলগুলির কাছে হিসাব পেশের তথ্যে সেই আশঙ্কাই সত্যি হওয়ার সম্ভাবনা।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version