অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিজেপি সাংসদদের বৈঠকে কি সাংগঠনিক রদবদলের চিত্রপটও তৈরি হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাষা সন্ত্রাস ও এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) যে পর্যায়ে আন্দোলন নিয়ে গিয়েছে, তাতে বেজায় বিপদে বিজেপি (BJP)। পাশাপাশি বাংলা বিজেপির দায়িত্ব পেয়ে শমীক (Shamik Bhattachariya) চাইছেন ঘর গোছাতে।
শমীক (Shamik Bhattachariya) কথা বলবেন অমিত শাহর সঙ্গে। বিজেপির ৭ জেলার সাংগঠনিক সভাপতির কাজ দিল্লির নেতৃত্ব অখুশি। নেতিবাচক রিপোর্ট আরএসএসএস (RSS) -এর কাছেও। ফলে শমীক বদলের চিঠি সহ বাংলায় ফিরলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে ৪৩ সাংগঠনিক জেলাতেই রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা। সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ অগাস্টের পর এ নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে দিল্লি বিজেপি।
বিজেপির অন্দরে খবর, বেশ কয়েকজন জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে বলে খবর। দিল্লির কাছে এ নিয়ে আজ রিপোর্টও করবেন শমীক।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–