আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে।প্রসঙ্গত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছিল। বিশেষত তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পে আদানিদের বরাত বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। ঠিক সেই আবহেই এই বৈঠককে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।
বিশেষ সূত্রে খবর, এ দিনের বৈঠকে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প এবং বন্দর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, এই তিনটি ক্ষেত্রে আগামী দিনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।নবান্ন সূত্রে বৈঠককে ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’ বলে ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের শিল্পোন্নয়ন অভিযানে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা ও পরপর একাধিক কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই এবার আদানির সঙ্গে বৈঠক শিল্প মহলের কাছে তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেতৃত্বের দাবি, “বাংলা এখন শিল্পের নতুন গন্তব্য। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি জোর—এই সবকিছুই বড় বিনিয়োগকারীদের আস্থা ফেরাচ্ছে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দক্ষিণবঙ্গের কয়েকটি প্রকল্পে আগ্রহী আদানি গোষ্ঠী এই বৈঠকের মাধ্যমে ফের সক্রিয় হতে চলেছে পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন- দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে
_
_
_
_
_
_
_
_
_
_
_