Wednesday, November 12, 2025

নতুন বার্তা শিল্প-বিনিয়োগে? আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে।প্রসঙ্গত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছিল। বিশেষত তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পে আদানিদের বরাত বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। ঠিক সেই আবহেই এই বৈঠককে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

বিশেষ সূত্রে খবর, এ দিনের বৈঠকে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প এবং বন্দর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, এই তিনটি ক্ষেত্রে আগামী দিনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।নবান্ন সূত্রে বৈঠককে ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’ বলে ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের শিল্পোন্নয়ন অভিযানে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা ও পরপর একাধিক কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই এবার আদানির সঙ্গে বৈঠক শিল্প মহলের কাছে তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেতৃত্বের দাবি, “বাংলা এখন শিল্পের নতুন গন্তব্য। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি জোর—এই সবকিছুই বড় বিনিয়োগকারীদের আস্থা ফেরাচ্ছে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দক্ষিণবঙ্গের কয়েকটি প্রকল্পে আগ্রহী আদানি গোষ্ঠী এই বৈঠকের মাধ্যমে ফের সক্রিয় হতে চলেছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন- দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version