Saturday, November 15, 2025

ছিঃ বিজেপি ছিঃ! এরা বলে কী বাংলা বলে কোনও ভাষা নেই, কড়ায়-গন্ডায় জবাব দেবে বাংলার মানুষ

Date:

ছিঃ বিজেপি (BJP) ছিঃ! এরা বলে কী! বলছে কি না, ‘বাংলা’ (Bengali) বলে কোনও ভাষা নেই! কার মুখের কথা? বিজেপির (BJP) আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য (Amit Malviya)! এরপর কি বিজেপিকে বাংলার মাটিতে রেয়াত করা উচিত! এবার সময় এসেছে বাংলার মাটি থেকে বিজেপির নাম ও নিশান মুছে ফেলার। বিজেপি মনে রেখো, বাংলা ভাষার অপমান মানে বাংলা মা’কে অপমান। এর জবাব তোমরা কড়ায়-গণ্ডায় পাবে।

একদিন আগেই দিল্লি পুলিশ (Delhi Police) বঙ্গভবনকে চিঠি লিখেছিল বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ উল্লেখ করে। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহদের (Amit Shah) অঙ্গুলিহেলনে দিল্লি পুলিশের এই নির্লজ্জ আচরণের পর গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বাংলার বিশিষ্টজনেরা। অপমানিত বাংলা দাবি তুলেছিল, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশ ও অমিত শাহদের। কিন্তু তারপরও সম্বিত ফিরল না বাংলাবিরোধী-বাংলাবিদ্বেষী বিজেপির। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন জানালেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে চরম অবমাননাকর মন্তব্য করে তিনি জানিয়ে দিলেন, ‘বাংলা’ বলে কোন ভাষা নেই। প্রবল সংবিধানবিরোধী, দেশবিরোধী মন্তব্য। সংবিধান স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা অন্যতম।

তারপরেও যে ভাষায় বাংলাকে পদে পদে অপমান করা হচ্ছে, তার জন্য কঠোর শাস্তি হওয়া উচিত দেশবিরোধী জাতিবিরোধী বিজেপির (BJP)। এই বাংলাবিরোধীরা বাংলা ও বাংলা ভাষার পরিচয়কে শেষ করতে চায়। তৃণমূল (TMC) দাবি জানিয়েছে, বিজেপি নেতাদের মুখে যে ধরনের বাংলা-বাঙালি বিদ্বেষ এবং বাংলাভাষার প্রতি অপমানজনক মন্তব্য শোনা যাচ্ছে তারপর এই বিজেপিকে ক্ষমা করা উচিত নয়। ক্ষমা করবে না বাংলার মানুষ।

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version