দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

Date:

Share post:

রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্যজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, শনিবার ও সোমবার—এই দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে প্রায় ১২০০টি শিবির। এই শিবিরগুলিতে অংশগ্রহণ করেছেন সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ।

প্রকল্পের মূল উদ্দেশ্য, স্থানীয় স্তরে মানুষের দৈনন্দিন সমস্যাগুলির সরাসরি সমাধান খুঁজে বার করা। মুখ্যসচিব জানান, রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের জোগান, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানোন্নয়ন, রাস্তার আলো বসানো ও জলাশয় সংরক্ষণ—এই ধরনের পরিষেবা-সংক্রান্ত বিষয়েই সাধারণ মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।তিনি বলেন, “মানুষ নিজের পাড়ার সমস্যা নিয়ে শিবিরে এসে সরাসরি কথা বলছেন সরকারি আধিকারিকদের সঙ্গে। সমস্যার ধরন, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য সমাধান—সব কিছুই তারা নিজে হাতে মানচিত্রের মাধ্যমে তুলে ধরছেন। এর ফলে একদিকে যেমন প্রশাসনের কাজ সহজ হচ্ছে, অন্যদিকে, সাধারণ মানুষের অংশগ্রহণও অনেকটা বেড়েছে।”

একইসঙ্গে তিনি জানান, রাজ্যের ‘দুয়ারে সরকার’ শিবিরও সমান্তরালভাবে সফলভাবে চলছে। পাশাপাশি, স্বাস্থ্য শিবির ও স্বনির্ভর মেলার আয়োজন করে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে নানান পরিষেবা।উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারও শুরু হয়েছে। মানুষ নিজের এলাকার পরিস্থিতি ও সমস্যা AI প্রযুক্তির সাহায্যে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারছেন, যা প্রশাসনের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাহায্য করছে। নবান্নের কর্তাদের মতে, এই অংশগ্রহণমূলক মডেলেই লুকিয়ে রয়েছে প্রকল্পের সাফল্যের চাবিকাঠি। জনসংযোগের এই নতুন পদ্ধতি রাজ্য প্রশাসনের ভবিষ্যতের দিশা দেখাতে চলেছে বলেই তাঁদের আশা।

আরও পড়ুন- বারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট সাফল্য! খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...