Sunday, August 24, 2025

দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

Date:

Share post:

রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্যজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, শনিবার ও সোমবার—এই দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে প্রায় ১২০০টি শিবির। এই শিবিরগুলিতে অংশগ্রহণ করেছেন সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ।

প্রকল্পের মূল উদ্দেশ্য, স্থানীয় স্তরে মানুষের দৈনন্দিন সমস্যাগুলির সরাসরি সমাধান খুঁজে বার করা। মুখ্যসচিব জানান, রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের জোগান, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানোন্নয়ন, রাস্তার আলো বসানো ও জলাশয় সংরক্ষণ—এই ধরনের পরিষেবা-সংক্রান্ত বিষয়েই সাধারণ মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।তিনি বলেন, “মানুষ নিজের পাড়ার সমস্যা নিয়ে শিবিরে এসে সরাসরি কথা বলছেন সরকারি আধিকারিকদের সঙ্গে। সমস্যার ধরন, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য সমাধান—সব কিছুই তারা নিজে হাতে মানচিত্রের মাধ্যমে তুলে ধরছেন। এর ফলে একদিকে যেমন প্রশাসনের কাজ সহজ হচ্ছে, অন্যদিকে, সাধারণ মানুষের অংশগ্রহণও অনেকটা বেড়েছে।”

একইসঙ্গে তিনি জানান, রাজ্যের ‘দুয়ারে সরকার’ শিবিরও সমান্তরালভাবে সফলভাবে চলছে। পাশাপাশি, স্বাস্থ্য শিবির ও স্বনির্ভর মেলার আয়োজন করে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে নানান পরিষেবা।উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারও শুরু হয়েছে। মানুষ নিজের এলাকার পরিস্থিতি ও সমস্যা AI প্রযুক্তির সাহায্যে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারছেন, যা প্রশাসনের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাহায্য করছে। নবান্নের কর্তাদের মতে, এই অংশগ্রহণমূলক মডেলেই লুকিয়ে রয়েছে প্রকল্পের সাফল্যের চাবিকাঠি। জনসংযোগের এই নতুন পদ্ধতি রাজ্য প্রশাসনের ভবিষ্যতের দিশা দেখাতে চলেছে বলেই তাঁদের আশা।

আরও পড়ুন- বারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট সাফল্য! খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...