Tuesday, August 12, 2025

২০২১-২২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত। সেবার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে সেখানে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে কি জিততে পারবে ভারতীয় দল। ওভাল টেস্ট জিতলে সিরিজ ড্র হবে। আর এই ম্যাচ ভারত হারতে সিরিজও হাতছাড়া। সেই পরিস্থিতিতেই শশী থারুরের (Shashi Tharoor) লেখায় বিরাট কোহলির (Virat Kohli) নাম। সরাসরি না বললেও বিরাটকেই ফের একবার অবসর ভেঙে ফেরার বার্তা দিচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর।

এবারের আইপিএল চলার মাঝেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কার্যত সকলকে চমকে দিয়েই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেই নিয়ে শুরু হয়েছিল জোর গুঞ্জন। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে গম্ভীরের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এমন পরিস্থিতিতেই এবার বিরাট কোহলিকে ফেরার বার্তা শশী থারুরের।

এই টেস্টে বিরাট কোহলির অভাব যে বারবার বোঝা যাচ্ছে তা বলেতে কোনও দ্বিধা নেই শশী থারুরের (Shashi Tharoor)। সেই কথা তাঁর লেখাতেও ফুটে উঠেছে। থারুরের কথায় বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তে ক্রমশ দেরি হয়ে যাচ্ছে।

থারুর লেখেন, “এই সিরিজে আমি বিরাট কোহলিকে বারবারই মিস করেছি। তবে এই টেস্টেই বোধহয় সবচেয়ে বেশি মিস করছি তাঁকে। তাঁর মাঠে উপস্থিতি থেকে শরীরি ভাষা। সেইসঙ্গে বিরাট কোহলির ব্যাটিং তো রয়েছেই। মনে হচ্ছে না বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তটা ক্রমশ দেরি হয়ে যাচ্ছে। বিরাটকে এখন দেশের প্রয়োজন”।

এই সিরিজে বিভিন্ন জায়গাতেই বিরাট কোহলির অভাব বোঝা গিয়েছে। ব্যাটিং থেকে ফিল্ডিং, বিভিন্ন ক্ষেত্রেই তা দেখা গিয়েছে। থারুরের এই বার্তা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই দেখার।

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version