আমি-তুমি নয়, ঐক্যবদ্ধ লড়াই: ভার্চুয়াল বৈঠকে দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করলেন অভিষেক

Date:

Share post:

বছর ঘুরলেই বিধনাসভা নির্বাচন। তার আগে সারাবাংলার দলীয় নেতৃত্বের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারের এই ভারচুয়াল বৈঠক থেকে এক জোটে লড়াইয়ের বার্তা দেন অভিষেক। তাঁর দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ- আমি-তুমি নয়, লড়তে হবে একজোট হয়ে।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, দলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেখানে আমার আর আপনার মধ্যে কোনও তফাৎ নেই। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঝগড়া করলে পরিণাম খারাপ হবে  বলে সতর্ক করেন অভিষেক।

এর পরে সাংগঠনিক ক্ষেত্রে নিয়ে অভিষেক বলেন,  ১০০-র বেশি ভোটে তৃণমূলের হার হয়েছে, সেখানে পরাজয়ের কারণ খুঁজে বের করতে হবে। যে বুথে বা ব্লকে বারবার হার হয়েছে, সেখানে সভাপতি বদল করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, তৃণমূলে অ্যাকাউন্টিবিলিটি রাখতে হবে। পারফরমেন্স দলে শেষ কথা। তার ভিত্তিতেই উন্নতি। কাজের ভিত্তিতেই উন্নতি। কারও পা ধরে পদে টিকে থাকা যাবে না-কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

পঞ্চায়েত প্রধানের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু অঞ্চল সভাপতি এলাকা চেনেন। তাঁর কথা শুনতে হবে- নির্দেশ অভিষেকের। ব্লক সভাপতিরা বিধায়কদের সঙ্গে কথা বলে কাজ করবেন। সবার সঙ্গে কথা বলে জনসংযোগে জোর দেন তিনি। বিজেপিকে জামানত জব্ধ করতে হবে- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...