পাখির চোখ ২০২৬-এর বিধানসভা ভোট। রাজ্যের ৮০ হাজার বুথে বেনজির প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে পাড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসন। সেই প্রকল্পকে সামনে রেখে দলীয় প্রচারে জোর দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠক থেকে দলের শীর্ষ স্থানীয় নেতানেত্রীদের এই প্রকল্পকে হাতিয়ার করে নিবিড় জনসংযোগের বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বড় সভা নয়, এলাকায় ছোটো সভা এমনকী, প্রয়োজনে একটি চৌকি পেতেও সভা করার বিষয়ে জোর দেন অভিষেক। তাঁর নির্দেশ, সরকারি তরফের পাশাপাশি তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি সমীক্ষায় যেতে হবে।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-কে সমানে রেখেই দলকে মাঠে নামচ্ছে তৃণমূল। এদিনের বৈঠকে অভিষেক জানান, এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প আগে কোথাও হয়নি। এই অভিনব প্রকল্পের প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার উন্নয়নে অভিনব প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন স্বনির্ভর বাংলা। আর সেকথা মানুষকে বোঝাতে হবে।

নিবিড় জনসংযোগে বাড়ি বাড়ি যেতে হবে। সেখানে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের প্রচার করতে হবে। বড় সভা নয়, প্রত্যক বুথে ছোট সভা করতে হবে। প্রয়োজনে চৌকি পেতেও সভা করা যেতে পারে। মানুষকে বোঝাতে হবে বাংলার প্রতি বৈষম্য করছে মোদি সরকার। তা সত্ত্বেও বাংলার উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, এই কর্মসূচির মধ্যে ভোটার লিস্টের বাড়ি বাড়ি গিয়ে স্ট্রুটিনি করতে হবে দলের তরফে। যেসব বিএলও কারচুপি করছেন, বিরোধীদের হয়ে কাজ করছেন তাঁদের নাম ৩১ অগাস্টের মধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বা অভিষেকের অফিসে পাঠাতে হবে। অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, সরকারি কর্মচারীদের মধ্যে এখনও অনেক সিপিএম-কর্মী আছেন, যাঁরা সরকারকে বদনাম করতে বিরোধী কাজ করছেন। সেই নাম জানাতে হবে।

এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের কথা তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে, বাংলায় মাত্র ৭০টি আসন পেয়েই যাঁরা এই ঔদ্ধত্য দেখাচ্ছে, তারা যদি বেশি আসন পায়, তাহলে বাংলার মানুষকে টিকতে দেবে না। দলের লোককে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে স্থানীয় বিধায়কদেরও বসতে নির্দেশ দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, সব সমস্যার সমাধান করা যায় না ঠিকই, কিন্তু সবার কথা মন দিয়ে কথা শুনুন। মানুষের পাশে থাকার বার্তা দিন।
আরও খবর: আমি-তুমি নয়, ঐক্যবদ্ধ লড়াই: ভার্চুয়াল বৈঠকে দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করলেন অভিষেক

–

–

–

–
–
–
–
–