ফকির মোহন কলেজের ছাত্রী আত্মহত্যা মামলায় গ্রেফতার ABVP নেতাসহ দুইজন

Date:

Share post:

ফকির মোহন কলেজের (Fakir Mohan College) ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হলেন আরও দু’জন। এবার গ্রেফতার হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র রাজ্য যুগ্ম সম্পাদক শুভ্র সম্পদ নায়েক এবং জ্যোতি প্রকাশ বিশ্বাস নামের এক কলেজ ছাত্র। শুক্রবার রাতে দু’জনকে শনিবার আদালতে পেশ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই ফকির মোহন কলেজের এক ছাত্রী কলেজ অধ্যক্ষের ঘরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। ঘটনার দু’দিন পরে ১৪ জুলাই ভুবনেশ্বর AIIMS হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, কলেজের ইংরেজি বিভাগের প্রধান সমীর কুমার সাহু ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা করছিলেন। কলেজে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (ICC) কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এর জেরে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন তিনি।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় কলেজ ছাত্র জ্যোতি প্রকাশ বিশ্বাস ঘটনাস্থলেই ছিলেন এবং ঘটনাটি তিনি মোবাইলে ভিডিও করেন। পরে সেই ভিডিও পাঠানো হয় ABVP নেতা শুভ্র নায়েকের কাছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ভিডিও এবং ঘটনার সময় করা কল, চ্যাট, মেসেজ —সবকিছু মিলিয়ে আত্মহত্যার প্ররোচনার প্রমাণ পাওয়া গেছে।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ ঘোষ এবং ইংরেজি বিভাগের (English Department) প্রধান সমীর কুমার সাহু। দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওড়িশা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আদালত আগামী ২২ আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অপরাধ শাখা জানিয়েছে, তদন্তের স্বার্থে কলেজের CCTV ফুটেজ, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া চ্যাট এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বিরোধী দলগুলি ABVP এবং শাসক বিজেপির বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘রাজনৈতিক প্রভাব বিস্তার’ এবং ‘নারী নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া’র অভিযোগ তুলেছে।

spot_img

Related articles

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ভারতে ধর্মীয় নিপীড়নে রাষ্ট্রসঙ্ঘে সরব শাহবাজ: পাল্টা পাক সন্ত্রাসবাদ হাতিয়ার মোদির

ভারতে হিন্দুদের দ্বারা যে ধর্মীয় নিপীড়ন চলছে, তা গোটা বিশ্বের কাছে আতঙ্কের কারণ। ভারতের মতো সার্বভৌম গণতান্ত্রিক দেশকে...