Thursday, November 13, 2025

ফকির মোহন কলেজের ছাত্রী আত্মহত্যা মামলায় গ্রেফতার ABVP নেতাসহ দুইজন

Date:

Share post:

ফকির মোহন কলেজের (Fakir Mohan College) ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হলেন আরও দু’জন। এবার গ্রেফতার হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র রাজ্য যুগ্ম সম্পাদক শুভ্র সম্পদ নায়েক এবং জ্যোতি প্রকাশ বিশ্বাস নামের এক কলেজ ছাত্র। শুক্রবার রাতে দু’জনকে শনিবার আদালতে পেশ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই ফকির মোহন কলেজের এক ছাত্রী কলেজ অধ্যক্ষের ঘরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। ঘটনার দু’দিন পরে ১৪ জুলাই ভুবনেশ্বর AIIMS হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, কলেজের ইংরেজি বিভাগের প্রধান সমীর কুমার সাহু ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা করছিলেন। কলেজে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (ICC) কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এর জেরে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন তিনি।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় কলেজ ছাত্র জ্যোতি প্রকাশ বিশ্বাস ঘটনাস্থলেই ছিলেন এবং ঘটনাটি তিনি মোবাইলে ভিডিও করেন। পরে সেই ভিডিও পাঠানো হয় ABVP নেতা শুভ্র নায়েকের কাছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ভিডিও এবং ঘটনার সময় করা কল, চ্যাট, মেসেজ —সবকিছু মিলিয়ে আত্মহত্যার প্ররোচনার প্রমাণ পাওয়া গেছে।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ ঘোষ এবং ইংরেজি বিভাগের (English Department) প্রধান সমীর কুমার সাহু। দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওড়িশা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আদালত আগামী ২২ আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অপরাধ শাখা জানিয়েছে, তদন্তের স্বার্থে কলেজের CCTV ফুটেজ, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া চ্যাট এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। বিরোধী দলগুলি ABVP এবং শাসক বিজেপির বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘রাজনৈতিক প্রভাব বিস্তার’ এবং ‘নারী নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া’র অভিযোগ তুলেছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...