Friday, November 14, 2025

মোদি-শাহর সভাকে তুরূপের তাস করেই ভোটে নামতে চায় রাজ্য বিজেপি

Date:

Share post:

নিজেদের উপরে মোটেই ভরসা নেই রাজ্য বিজেপি (West Bengal BJP) নেতাদের। তাই তৃণমূলের বিরুদ্ধে কমব্যাট করার জন্য শেষমেষ প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ নেতারা। তৃণমূল কংগ্রেসের (TMC) বাংলা-বাঙালি আন্দোলনের মোকাবিলা করতে রাজ্যে দ্রুত দুই নেতার সভা করতে চান শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharjee)। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই মাস থেকেই সভা করার অনুমতি চাওয়া হয়েছে। বৃষ্টি থামলেই প্রধানমন্ত্রীর সভার তোড়জোড় শুরু হবে।

সোমবার সংসদ ভবনে রাজ্য বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অমিত শাহ জানিয়ে দেন, এসআইআর হবে বাংলায়। এ ব্যাপারে প্রয়োজনে কমিশনের উপর চাপ সৃষ্টি করতে হবে। এখন থেকেই সেই চাপের রাজনীতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলের ভাষা অন্দোলন নিয়ে বিজেপি এমনিতেই বেকায়দায়। পালটা জবাব কী হবে? আলোচনায় বলা হয়, মানুষকে বলতে হবে, বাঙালিকে সম্মান করেন প্রধানমন্ত্রী। কোনও বাঙালি আন্তর্জাতিক আঙিনায় দেশের মুখ উজ্জ্বল করলে প্রধানমন্ত্রী তাঁকে পুরষ্কৃত করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণেও বাংলা বলার চেষ্টা করেন। এগুলো বাংলা ও বাঙালিদের প্রতি ভালবাসারই নির্দশন।দলের নতুন রাজ্য কমিটি কী হবে, তার একটা রূপরেখা দেন শমীক। অগাস্টেই শমীক তাঁর কমিটি ঘোষণা করতে পারেন। কমিটিতে বেশ কিছু পুরনো অপ্রত্যাশিত মুখও দেখা যেতে পারে।

এসআইআরকে সামনে রেখেই বিজেপি ভোটের স্ট্র‍্যাটেজি ঠিক করছে। নিবিড় সংযোগ তৈরি করতে প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি যাবে। মানুষকে বোঝাবে। প্রধানমন্ত্রীর প্রকল্পের প্রচার করবে।গোটা বৈঠকে বিজেপি নেতৃত্ব এই দাবি শাহর সামনে করতে পারেনি, যে তারা ছাব্বিশের ভোটে জিতবে।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...