রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় যাঁরা প্রতিদিন মাঠে ময়দানে দায়িত্ব পালন করছেন, এবার তাঁদের কাজের স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন একাধিক পুলিশ অফিসারকে রাজ্যের তরফে দেওয়া হবে বিশেষ সম্মান। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’—এই দুই বিভাগে দেওয়া হবে পুরস্কার। আগামী ১৫ অগাস্ট রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তুলে দেওয়া হবে এই সম্মাননা।
‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’-এর জন্য মনোনীত হয়েছেন চারজন আইপিএস আধিকারিক। অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য নির্বাচিত হয়েছেন দু’জন পুলিশ আধিকারিক। সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের কর্মদক্ষতা, সাহসিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের মাধ্যমে পুলিশ প্রশাসনের মনোবল আরও বাড়বে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। মুখ্যমন্ত্রীর তরফে এই সম্মান পুলিশি ব্যবস্থার প্রতি আস্থার প্রকাশ বলেও মত পুলিশের শীর্ষ মহলের। পাশাপাশি রাজ্যের বিভিন্ন থানা ও প্রশাসনিক স্তরে কর্মরত আরও পুলিশ সদস্যদের জন্য ভবিষ্যতে এ ধরনের পুরস্কার চালু রাখার কথাও ভাবছে রাজ্য সরকার।
আরও পড়ুন- কামারপুকুরের পাঁপড়ভাজা আর ঝালমুড়িতে নস্টালজিক মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
_
_
_
_