কামারপুকুরে পৌঁছে পুরনো স্মৃতিতে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালমুড়ি, পাঁপড় ভাজা আর সাদা বোঁদের স্বাদে নস্টালজিক হয়ে পড়লেন তিনি। মঙ্গলবার কামারপুকুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজরা আজও আমাকে মুড়ি, পাঁপড় ভাজা পাঠান। আমি শুধু বলেছি, ঝাল ছাড়া পাঠাতে। মাথায় চোট লাগার পর আর ঝাল খেতে পারি না।
এখানেই থামেননি তিনি। স্মৃতির সরণি ধরে হাঁটতে হাঁটতেই নিশানা করেন সিপিএম-কে। বলেন, বাম আমলে এই এলাকা জলের তলায় ডুবে থাকলেও, তৎকালীন সরকার ছিল চূড়ান্ত উদাসীন। তখন আমি রেলমন্ত্রী ছিলাম। খবর পেয়েই ছুটে এসেছিলাম। দেখেছিলাম, মানুষ গলা জলে বসে আছেন। তখন কামারপুকুর আশ্রম থেকে তাঁদের খাবার দেওয়া হচ্ছিল, আশ্রয় দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, সেদিনের সেই ছবি এখনও ভুলিনি আমি, যদিও অনেকেই তা মনে রাখেননি। তিনি জানান, সেই সময় রাজ্যের নানা প্রান্ত—পুড়শুড়া, গোপীনাথপুর, কামারপুকুর, খানাকুল, বিষ্ণুপুর, বাঁকুড়া—ত্রাণ পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র
_
_
_
_
_
_
_
_
_
_
_
_