একনাগাড়ে বৃষ্টির জেরে ধসে গেল মাটির বাড়ি (House collapsed)। ঘুমের মধ্যেই মৃত্যু দম্পতির। পূর্ব বর্ধমানের জামালপুরের (Jamalpur, East Bardhaman) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন মহম্মদ ইউনুস মল্লিক( ৫৭) ও রিজিয়া বেগম মল্লিক (৫৩)। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। পুলিশ পৌঁছে মেশিন দিয়ে দম্পতির দেহ উদ্ধার করে।

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি জেরে মাটির বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। এলাকাবাসী বলছেন, চোখের নিমেষে দেড়তলা বাড়ি পুরো ধসে গেল। ছুটে গিয়ে দম্পতিকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল বটে কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মৃত দম্পত্তির দুই ছেলে মাসুদ মল্লিক ও আজিজ মল্লিক জানিয়েছেন যে তারা বাবা-মাকে মাটির বাড়িতে রাতে ঘুমোতে বারণ করলেও তাঁরা কথা শুনতেন না। অন্যান্য দিন নাতি রেহানও দম্পতির সঙ্গে শুতে যেত। কিন্তু বরাত জোরে সোমবার রাতে সে যাইনি। জেসিবি দিয়ে মাটি সরিয়ে দেহ দু’টি উদ্ধার করা হয়। মঙ্গলের সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–