মৌসুমী অক্ষরেখার দুরন্ত ইনিংসে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অবিরাম বৃষ্টির (Rain) জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে। দার্জিলিং জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। এই আবহে এবার দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy rain forecast) দিলো হাওয়া অফিস। দুদিনের সাময়িক বিরতি কাটিয়ে সোমবার রাত থেকেই জেলায় জেলায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে।মঙ্গলবার সকালে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে।
আরিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বর্ষণ মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবারের পর আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–