ডিসেম্বরে সেট পরীক্ষা, ২০২৬-র শুরুতেই রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগ

Date:

Share post:

রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের পথে একধাপ এগোল কলেজ সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১৪ ডিসেম্বর নেওয়া হবে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)। এই পরীক্ষার মাধ্যমেই রাজ্যের কলেজে সাড়ে তিন হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের শুরুতেই।

সেট পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ অগস্ট থেকে, যা চলবে ৩১ অগস্ট পর্যন্ত। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষাটি হবে রাজ্যের ২৩টি নির্দিষ্ট কেন্দ্রে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ফল প্রকাশিত হবে এবং ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছর পরীক্ষার জন্য ১,৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ টাকা বেশি। এই বছর মোট ৩৩টি বিষয়ে নেওয়া হবে সেট পরীক্ষা। বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, গণজ্ঞাপন ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, সমাজতত্ত্ব, ভূগোল, পরিবেশবিদ্যা, আইন, সঙ্গীত, সাঁওতালি, নেপালি, আরবি, ম্যানেজমেন্ট, কেমিক্যাল, ফিজিক্যাল, লাইফ, ম্যাথমেটিক্যাল ও ইলেকট্রনিক সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন ও নৃতত্ত্ব – এই বিষয়গুলিতে পরীক্ষা হবে। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র ২০২৫ সালে উত্তীর্ণ প্রার্থীরাই নন, ২০২১ সালের পর থেকে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। শিক্ষাক্ষেত্রে এমন বড়সড় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন পর হতে চলেছে বলেই মনে করছে শিক্ষামহল।

আরও পড়ুন- এগিয়ে থাকলেও নামধারীকে সমীহ অস্কারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...