Monday, August 11, 2025

চোখে জমা অভিমান, খুনসুটিতে সন্ধি! আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? দেবকে প্রস্তাব শুভশ্রীর

Date:

দেব: ব্লক থেকে তো আনব্লক করেছি। শুভশ্রী: ব্লক কে করল? আমি তো করিনি..  ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল। প্রায় ১০ বছর ধরে জমে থাকা অভিমানী বরফ যে অনেকটাই গলতে শুরু করেছে তা মাত্র দুটো লাইন আর একে অন্যের দৃষ্টি বিনিময়ে দর্শকের কাছে পরিষ্কার হয়ে গেল। বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তির আগে গ্র্যান্ড ট্রেলার লঞ্চে একসঙ্গে অনেকগুলো বিস্ফোরণ ঘটল। কোনটা আবেগের, কোনটা অভিমানী স্মৃতিদের। প্রায় এক দশক পর একমঞ্চে পাশাপাশি হেঁটে যখন দেব-শুভশ্রী (Dev- Shubhasree) উপস্থিত হলেন তখন কেউ কারোর হাত ধরেননি। সাবলীলভাবে পেশাদারিত্ব বজায় রেখে বেশ কয়েক ইঞ্চির দূরত্ব নিয়েই কালো পোশাকের রংমিলান্তিতে হাজির হয়েছিলেন দুজনে। কিন্তু অনুষ্ঠানের শেষলগ্নে গিয়ে সেই সব দূরত্ব ঘুচে গেল এক লহমায়। দেব-শুভশ্রী একে অন্যের সঙ্গে হারিয়ে গেলেন ‘পরান যায়’ নস্টালজিয়ায়, একে অন্যের কাঁধে কোমরে হাত রাখলেন বাংলা ছবির শেষ সুপারহিট জুটি (অন্তত এখনও পর্যন্ত এটাই বলা যায়)। অডিটোরিয়ামে উপস্থিত দর্শক ততক্ষণে হার্টবিট মিস করতে শুরু করে দিয়েছেন। এটাই তো এত দিনের চাওয়া ছিল, যা অবশেষে ৪ আগস্ট পাওয়া গেল।

সোমবার নজরুল মঞ্চে (Nazrul Mancha) ‘ধূমকেতু’র ট্রেলার দেখার থেকেও আগ্রহ বেশি ছিল প্রিয় জুটিকে একসঙ্গে পুরনো মেজাজে দেখার। বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার দেব (Dev) এবং লেডি সুপারস্টার শুভশ্রী (Shubhashree Ganguly) সবটাই জানতেন। তাই হয়তো হোমওয়ার্ক করেই এসেছিলেন। কিন্তু সব সময় কি আর চেনা সিলেবাস থেকে প্রশ্ন আসে? হয়তো দুজনে জানতেন একসঙ্গে ডান্স পারফরম্যান্স করতে হবে, কিন্তু সেলফি তোলা কি পরিকল্পনায় ছিল? হয়তো না। দর্শকের উন্মাদনায় সাড়া দিয়ে এটাই দেব -শুভশ্রী ম্যাজিক।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তারকা যুগলকে জিজ্ঞাসা করা হয় ‘ধূমকেতু’র ভানু এবং রুপা (সিনেমায় এটাই দেব-শুভশ্রীর নাম) বাস্তবে সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ফলো করেন কিনা? অভিনেতা (Dev) বলেন, ব্লক থেকে এইতো আনব্লক করলাম। সঙ্গে সঙ্গে স্টেপ আউট হাঁকাতে তৈরি ছিলেন শুভশ্রী। দেবের (Dev) দিকে তির্যক দৃষ্টি দিয়ে বলে উঠলেন, “ব্লক করেছিল কে? আমি তো করিনি।” এরপর নিজের মোবাইল দেখিয়ে তার প্রমাণও দিলেন। পরিস্থিতি ম্যানেজ করতে দেব (Dev) সর্বদাই পটু। তিনিও মোবাইল দেখিয়ে বুঝিয়ে দিলেন তাঁর সিনেমার নায়িকাকে তিনি ইনস্টাটে ফলো করছেন। মিথ্যে যে বলেননি তার প্রমাণ মিলল অনুষ্ঠান শেষ হওয়ার পরেই। মঞ্চে দর্শকের অনুরোধে শুভশ্রীর উদ্যোগে যুগলে যে সেলফি তোলেন, রাতের দিকে লেডি সুপারস্টারের ইনস্টা অ্যাকাউন্টে দেখা যায়। ছবির নিচে শুভশ্রী লেখেন ‘এমনি’। সত্যিই কি তাই, প্রশ্ন দেবের? হতে পারে এটা নিছক অভিনয়। কিন্তু তবুও এইটুকু ভাল লাগার জন্যই তো এত বছরের অপেক্ষা। হতে পারে, এটাই হয়তো দুজনের জীবনের এই মুহূর্তে সবথেকে বড় সত্যি। কারণ দেব – শুভশ্রী নিজেদের মতো করে ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন। কিন্তু দর্শক আজও ‘ঢাকের তালে’ তাল মেলাতে তৈরি, ‘গানে গানে’ প্রিয় নায়ক-নায়িকার সম্পর্কের কথা শুনতে আগ্রহী। অনুরাগীদের মনের কথা বুঝেছেন দেব-শুভশ্রী দুজনেই। তাইতো ১০ বছর পর এতটা পাশাপাশি বসে কথোপকথনে কেটে গেল ঘণ্টার পর ঘণ্টা। কথা দিলেন, একসঙ্গে আবার সিনেমা করবেন।

অনুষ্ঠানের একদম শুরুতে শুভশ্রী (Shubhashree Ganguly) দেবকে বলেছিলেন, “আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?” অনুষ্ঠানের শেষে দেব (Dev) বললেন, “আমার সঙ্গে ডান্স করবে?”যেন বৃত্ত সম্পূর্ণ হল। প্রাক্তন স্মৃতি মুছে নতুন বন্ধুত্ব শুরু দেব-শুভশ্রীর!

 

Related articles

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...
Exit mobile version