ভিনরাজ্যে বাঙালি হেনস্থা থেকে শুরু করে SIR বিরোধিতায় দলীয় সুর বেঁধে দিতে আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রাথমিকভাবে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরবর্তীতে দিন পরিবর্তন করে ৫ অগাস্ট করা হয়। জেলাস্তরের দলীয় সংগঠনের প্রায় নহাজার নেতাদের নিয়ে আজ বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেকের নিজের অফিসেই বৈঠক হবে বলে জানা গেছে।
মালব্যকে শাহর ধমক, কিন্তু ট্যুইট মোছা হল না
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রমাগত বাঙালিদের উপর অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র এর প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল আন্দোলন করছে। সংসদে তৃণমূল (TMC ) সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন চলছে। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে সেদিকে নজর রাজনৈতিক মহলের।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–