Wednesday, August 20, 2025

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ, কোচবিহারে আক্রান্ত শুভেন্দুর কনভয়

Date:

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ, বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি শংসাপত্র পাঠানো। এই নিয়ে বিজেপি-র উপর তিতিবিরক্ত মানুষ। সেই জনরোষই আছড়ে পড়ল মঙ্গলবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) কনভয়ে। কোচবিহারে (Cooch Behar) শুভেন্দুর কনভয়ের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ, ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালীদের উপর আক্রমণের জবাব দিয়েছেন কোচবিহারবাসী।

বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে এদিন কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল বিরোধী দলনেতার। সেই মতো বাগডোগরায় থেকে কোচবিহারের দিকে কনভয় রওনা দেয় তাঁর কনভয়। বেলা সাড়ে ১২টা নাগাদ কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোলেই তার উপর আক্রমণ হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয় বলেও অভিযোগ। তবে হামলায় কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

এদিন কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যাওয়ার আগেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল। অভিযোগের তির দিকে তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁরা জেলার বিভিন্ন জায়গায় ‘ভাষা আন্দোলন’ করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি। সেই কারণে তারা যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা মানুষের সত্বঃস্ফূর্ত প্রতিবাদ। উদয়নের কথায়, কোচবিহার বিজেপি শূন্য হবে।
আরও খবর‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version