Monday, November 3, 2025

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ, কোচবিহারে আক্রান্ত শুভেন্দুর কনভয়

Date:

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ, বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি শংসাপত্র পাঠানো। এই নিয়ে বিজেপি-র উপর তিতিবিরক্ত মানুষ। সেই জনরোষই আছড়ে পড়ল মঙ্গলবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) কনভয়ে। কোচবিহারে (Cooch Behar) শুভেন্দুর কনভয়ের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ, ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালীদের উপর আক্রমণের জবাব দিয়েছেন কোচবিহারবাসী।

বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে এদিন কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল বিরোধী দলনেতার। সেই মতো বাগডোগরায় থেকে কোচবিহারের দিকে কনভয় রওনা দেয় তাঁর কনভয়। বেলা সাড়ে ১২টা নাগাদ কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোলেই তার উপর আক্রমণ হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয় বলেও অভিযোগ। তবে হামলায় কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

এদিন কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যাওয়ার আগেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল। অভিযোগের তির দিকে তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁরা জেলার বিভিন্ন জায়গায় ‘ভাষা আন্দোলন’ করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি। সেই কারণে তারা যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা মানুষের সত্বঃস্ফূর্ত প্রতিবাদ। উদয়নের কথায়, কোচবিহার বিজেপি শূন্য হবে।
আরও খবর‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version