গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। সোমবার লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে বেশ কিছু অভিমানের কথা শুনিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্ব সামলাবেন ডা: কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে লোকসভায় দলের ডেপুটি লিডার হয়েছেন চারবারের সাংসদ শতাব্দী রায়।
সোমবার তৃণমূল সভানেত্রী ভার্চুয়াল বৈঠকে জানান, যেহেতু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই যতদিন না তিনি সুস্থ হচ্ছেন, সমন্বয় রাখতে লোকসভার তৃণমূলের (TMC) দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে কল্যাণ জানান, তিনি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় কল্যাণ (Kalyan Banerjee) জানান, “আজ বৈঠকে দিদি বলেছেন, কো-অর্ডিনেশন ঠিক করে হচ্ছে না। তার মানে আমি কাজ করতে পারছি না। সেই কারণেই ছেড়ে দিলাম”।
এই পরিস্থিতিতে লোকসভায় দুুটি পদ শূন্য হয়। সেই দুই পদে কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়রে দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো।
আরও খবর: ডিএ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ধাক্কা কর্মচারীদের
–
–
–
–
–
–
–
–
–
–
–
–