Saturday, November 15, 2025

একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক, বাংলায় পা রাখতে দেব না: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

বিজেপি হুমকি দিয়েছে SIR করে বাংলার ১ কোটি লোকের নাম বাদ দেবে। একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক। মঙ্গলবার, দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে ভার্চুয়াল বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে অভিষেকের বার্তা, বিজেপি নেতাদের দেখলেই জয়বাংলা স্লোগান দেওয়ার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিহারে এসআইআর-এ ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে। কুকুরের নমে, ট্রাক্টারের নাম ভোটার লিস্টে উঠছে। বাংলাতেও এসআইআর হবে বলে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। অভিযোগ, বাংলায় হেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। এদিন সেই অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি নেতারা বলছে ১ কোটি নাম বাদ যাবে। আমি বলছি ১ জন বৈধ ভোটারের বাদ দিয়ে দেখাক। তারপর কত বড় বিজেপি নেতা আছে, বাংলায় পা দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।”

অন্য রাজ্য থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। সেই ইস্যুতেও এদিন তীব্র প্রতিবাদ করেন অভিষেক। তাঁর বার্তা তৃণমূলের নেতৃত্বকে আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। এনআরসি, এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার নির্দেশ দিয়েছে তিনি। উত্তরবঙ্গের নেতৃত্বকে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন। বলেন, উত্তরবঙ্গে বোঝান, অসম থেকে নোটিশ দিয়ে ভিটে মাটি ছাড়া করছে বিজেপি। আর পাশে আছে তৃণমূল। অভিষেক নির্দেশ, “বিজেপি নেতা দেখলেই ‘জয় বাংলা’, ‘জয় পশ্চিমবঙ্গ বলুন’।“
আরও খবরবাড়ি বাড়ি নিবিড় জনসংযোগ, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ জোর: বিধানসভা ভোটের আগে বার্তা অভিষেকের

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version