Thursday, November 6, 2025

একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক, বাংলায় পা রাখতে দেব না: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

বিজেপি হুমকি দিয়েছে SIR করে বাংলার ১ কোটি লোকের নাম বাদ দেবে। একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক। মঙ্গলবার, দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে ভার্চুয়াল বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে অভিষেকের বার্তা, বিজেপি নেতাদের দেখলেই জয়বাংলা স্লোগান দেওয়ার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিহারে এসআইআর-এ ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে। কুকুরের নমে, ট্রাক্টারের নাম ভোটার লিস্টে উঠছে। বাংলাতেও এসআইআর হবে বলে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। অভিযোগ, বাংলায় হেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। এদিন সেই অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি নেতারা বলছে ১ কোটি নাম বাদ যাবে। আমি বলছি ১ জন বৈধ ভোটারের বাদ দিয়ে দেখাক। তারপর কত বড় বিজেপি নেতা আছে, বাংলায় পা দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।”

অন্য রাজ্য থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। সেই ইস্যুতেও এদিন তীব্র প্রতিবাদ করেন অভিষেক। তাঁর বার্তা তৃণমূলের নেতৃত্বকে আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। এনআরসি, এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার নির্দেশ দিয়েছে তিনি। উত্তরবঙ্গের নেতৃত্বকে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন। বলেন, উত্তরবঙ্গে বোঝান, অসম থেকে নোটিশ দিয়ে ভিটে মাটি ছাড়া করছে বিজেপি। আর পাশে আছে তৃণমূল। অভিষেক নির্দেশ, “বিজেপি নেতা দেখলেই ‘জয় বাংলা’, ‘জয় পশ্চিমবঙ্গ বলুন’।“
আরও খবরবাড়ি বাড়ি নিবিড় জনসংযোগ, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ জোর: বিধানসভা ভোটের আগে বার্তা অভিষেকের

Related articles

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...
Exit mobile version