Saturday, January 17, 2026

নির্বাচনে জেতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর দল: মালদহ, জলপাইগুড়ির কর্মীদের নির্দেশ অভিষেকের

Date:

Share post:

তৃণমূল শুধুমাত্র রাজনীতির জন্য নয়, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর দল। রাজ্যের জনমুখী প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) ও মালদহ (Maldah) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বুথ ভিত্তিক সংগঠন মজবুত করার নির্দেশ দিলেন তিনি।

মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে দলকে একাধিক বিষয়ে নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই বলেছেন, জেলাভিত্তিক রিভিউ বৈঠক চলবে এখন। কোচবিহার ও আলিপুরদুয়ারের বৈঠক হয়েছে সোমবার। আজ বুধবার জলপাইগুড়ি ও মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানেই জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে অভিষেক বলেন, ২০২৬-র আগে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের আসল রাজনীতি। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতীক নয়, সাধারণ মানুষের সমস্যা ও তাঁদের সমাধানের দিকে মন দিতে হবে বলে জানান তিনি।

এছাড়াও মানুষের সমস্যার কথা জেনে এলাকায় প্রয়োজনীয় রাস্তাঘাট, সেতুনির্মাণ— পানীয় জল যা কিছু প্রয়োজন সে সমস্ত কিছু করে দেবার উদ্যোগ নিতে হবে। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, এই বৈঠক আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বুথস্তর থেকে সংগঠনকে সাজিয়ে নিচ্ছি। তিনি স্পষ্ট বলেছেন, এলাকার প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। আগামী দিনে সেই দিশাতেই কাজ চলবে।

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃণমূল চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি জনপ্রতিনিধির কাছ থেকে জানতে চেয়েছেন কে কোথায় কতটা কাজ করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল শুধু নির্বাচনে জেতার দল নয়, এটা মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর দল। এই বৈঠকে প্রতিটি ব্লকে নেতৃত্ব নির্বাচন, সংগঠনের দুর্বল দিক চিহ্নিত করা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দিকেও আলোচনা হয়। আগামী দিনে জলপাইগুড়ি জেলাকে সংগঠনের দিক থেকে বাংলার প্রথম সারিতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেস যে ঐক্যবদ্ধ, তা স্পষ্ট এই বৈঠকের মধ্য দিয়েই।

মালদহ (Maldah) জেলা নেতৃত্বকেও এই বিষয়গুলি মনে করিয়ে দিয়েছেন অভিষেক। দুই জেলার ক্ষেত্রেই রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির প্রচার আরও বেশি করে করতে হবে। বুথে বুথে পৌঁছতে হবে। এই দুই জেলার ক্ষেত্রেই ব্লক ও টাউন সভাপতি ও আরও কিছু পরিবর্তন ও পরিমার্জন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দুই জেলার নেতৃত্বকেই ঐক্যবদ্ধ হয়ে সব কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

spot_img

Related articles

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার...

পাহাড় প্রেমই ‘কাল’! জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন...

“অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

'দেশু' (DeSu) জুটির আগামী সিনেমাতে কি সত্যিই কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? গত দুদিন ধরে চলতে...

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...