Wednesday, August 20, 2025

রাজ্যের নেতৃত্ব পদে রদবদল নিয়ে বিস্তর জলঘোলা করে শেষ পর্যন্ত অমিত শাহর দরবারে হাজির হতে হয়েছে রাজ্য বিজেপির নেতাদের। পুরোনো, নতুন সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্য সভাপতির পদে আসার পরেও দ্বন্দ্ব থামাতে ব্যর্থ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দিল্লি গিয়ে শুধুই অভিযোগ জানাতে পেরেছিলেন। অবশেষে সমঝোতার পরে বাকি থাকা চার জেলার জেলা সভাপতির (district president) নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। গুরুত্ব পেল স্থানীয় নেতৃত্বের দাবি।

বুধবার দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ ও ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দার্জিলিং (Darjeeling) জেলার সভাপতি হলেন সঞ্জীব তামাং, ব্যারাকপুর (Barrackpur) জেলার তাপস ঘোষ, বনগাঁ (Bangain) জেলার সভাপতি বিকাশ ঘোষ ও ঘাটাল (Ghatal) জেলার জেলা সভাপতি পদে বহাল থাকলেন তন্ময় দাস।

অমিত শাহর সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের তালিকা তুলে দিয়ে এসেছিলেন শমীক ভট্টাচার্য। প্রাধান্য পেয়েছিল আরএসএস-এর মতাদর্শ। সর্বশেষ প্রকাশিত তালিকায় দার্জিলিং, বনগাঁ ও নন্দীগ্রাম বিধায়কের মতকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হল জেলা সভাপতিদের (district president) নাম। আগেই রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছিল। বাকি চার জেলার সভাপতিদের নাম ঘোষণা করে আপাতত দায় উদ্ধার করলেন শমীক।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version