নতুন কোচ খোঁজার বিজ্ঞপ্তি বিসিসিআইয়ের (BCCI)। না ভারতীয় দলের কোচের জন্য নয়। বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অব এক্সিসলেন্সেই এবার আসতে চলেছে নতুন কোচ। অস্ট্রেলিয়ার ট্রয় কুলির (Troy Cooley) সঙ্গে চুক্তি শেষ হয়েছে বোর্ডের। সেই জায়গাতেই এবার নতুন কোচ নিতে চলেছে বিসিসিআই। একাধিক পদে নিয়োগ হতে চলেছে বিসিসিআইয়ে। সেখানেই ব্যাটিং কোচের পাশাপাশি বোলিং কোচ (Bowling Coach), স্পোর্টস সাইন্স এবং মেডিসিন কোচ নেবে বিসিসিআই। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দীর্ঘ তিন বছর বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অব এক্সিলেন্স অর্থাৎ এনসিএ-র দায়িত্ব সামলেছিলেন ট্রয় কুলি। অ্যাসেজ জয়ী এই বোলিং কোচের ওপরই দায়িত্ব ছিল এখানকার বোলিং কোচের। সেইসঙ্গে স্পিন বোলিং কোচ থেকে আরও নানান পদের কোচদের সঙ্গেও চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের।
ট্রয় কুলিরর হাত ধরে ভারতীয় দলের ভবিষ্যতের তরুণ পেসাররাও উঠে এসেছে। ২০২১ সাল থেকে দায়িত্বে ছিলেন এই অ্যাসেজ জয়ী কোচ। তবে চুক্তি আর নবীকরণ করতে রাজী নন তিনি। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। সেখানে কোচেদের জন্য বিশেষ নিয়মও বেঁধে দিয়েছে বোর্ড। যিনি কোচের পদে আবেদন করবেন তাঁর প্রথম শ্রেনীর ক্রিকেট অথবা আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয় লেভেল-২ অথবা লেভেল ৩ কোচিং সার্টিফিকেট থাকবে হবে বোর্ডের তরফে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–