Tuesday, November 4, 2025

কবে হবে আইএসএল (ISL)? বৃহস্পতিবার আটটি ক্লাব কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠকে বসলেও জট কাটল না। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হলেও, সেখানেও রয়েছে শর্ত। আইএসএল কিংবা দেশের সর্বোচ্চ ফুটবল লিগ যদি হয় তবেই নাকি তারা সুপার কাপে নামবে। বৃহস্পতিবার আটটি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ সহ সভাপতি। কিন্তু সেখানে কোনওরকম জটই কার্যত কাটেনি। সেখানে কল্য়াণ চৌবে (Kalyan Chaubey) শুধুই আইএসএল হওয়া নিয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু কবে থেকে আইএসএল (ISL) শুরু হবে তা নিয়ে ক্লাব গুলোর কাছে কিছুই কথা দিতে পারেননি ফেডারেশন সভাপতি।

দীর্ঘদিন ধরেই আইএসএল হওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে। কল্যান চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। সেইসঙ্গে এফএসডিএলের শর্তসাপেক্ষে চুক্তি বৃদ্ধিকরণ। এরপরই মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটি এবং সংবিধান নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচন হতে পারে ফেডারেশনে। আর তাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার।

এরই মাঝে ফেডারেশনের উদ্যোগে সুপার কাপ (Super Cup) করার কথা ঘোষণা করা হয়েছে। ফেডারেশন সভাপতির তরফে বলা হয়েছে আইএসএলের (ISL) আগেই হবে সুপার কাপ। সাত থেকে দশ দিনের মধ্যেই নাকি তার দিনও ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলোর কোনও সুরাহা হল কি। উত্তর কিন্তু না। কারণ তাদের দাবী একটাই আইএসএল না হলে কোনও লিগেই তারা খেলবে না।

ফে়ডারেশন সভাপতি জানিয়েছেন, “আইএসএল এবং সুপার কাপ দুটোই হব এই বছর। তবে সুপার কাপ হবে আইএসএলের আগে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা বৈঠকে বসব, সেখানেই সুপার কাপের সমস্ত কিছু ঠিক হবে”।

এই অনিশ্চয়তায় ইতিমধ্যেই তিনটি ক্লাব সমস্যায় পড়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি ইতিমধ্যেই সমস্ত চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেতনের কাজও। গত বুধবার রাতে চেন্নাইয়িন এফসিও একই পথে হেঁটেছে। সকলের দাবী একটাই ফেডারেশনের তরফে জানানো হোক আইএসএল কবে শুরু হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version