Monday, November 3, 2025

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্ত ভুল, মেনে নিচ্ছে বোর্ডও (BCCI)। সরাসরি না বললেও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অভাব যে ইংল্যান্ডের বিরুদ্ধে বোঝা যাচ্ছে তা যেন মেনে নিচ্ছেন বোর্ড কর্তারাও। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হয়ে আসার পরই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারকে না খেলানো। বোর্ড কর্তা থেকে নির্বাচকদের মধ্যে অনেকেই যে গম্ভীরের সঙ্গে একমত ছিলেন না তা সেই সময়ই বোঝা গিয়েছিল। যদিও নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন গম্ভীর। এবার ঘরের মাঠে সেই শ্রেয়স আইয়ারকেই (Shreyas Iyer) দলে ফেরানোর বার্তা।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গেই গুঞ্জন তবে কি গম্ভীরের ক্ষমতা হ্রাস পেতে চলেছে? যদিও বোর্ডের তরফে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক এবং ভারতের মিডল অর্ডারের দুর্বলতার কথা মাথায় রেখে আবারও শ্রেয়সকে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) না রাখার সিদ্ধান্ত কার্যত ছিল গৌতম গম্ভীরের। তিনি তার স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন। তবুও গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও। শেষপর্যন্ত সেই শ্রেয়স আইয়ারই নাকি ফিরতে চলেছে ভারতীয় টেস্ট দলে। শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের নায়ক তিনি। তিনি টি টোয়েন্টিতে তো ফিরবেই, সেইসঙ্গে এবার টেস্টের জার্সিতেও দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে।

বোর্ড সূত্রে জানানো হয়েছে, “শ্রেয়স আইয়ারের দক্ষতা এবং অভিজ্ঞতা দুটোই আমাদের সবকটা ফর্ম্যাটে চাই। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিডল অর্ডারে আমরা শ্রেয়সের অভাব ভালো ভাবে বুঝতে পেরেছি। নির্বাচকরাও যথেষ্ট ওয়াকিবহাল শ্রেয়স আইয়ারের স্পিন খেলা নিয়ে। তিনি কতটা দক্ষ সেটাও সকলে জানেন”।

শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান তারকা ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় চ্যাম্পিয়নও হয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই ইংল্যান্ড সিরিজে শ্রেয়সের বাদ পড়াটা অনেকেই ভালো ভাবে দেখেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version