নতুন করে দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে। শুক্রবার দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা গেছে। যার প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (WB weather forecast)। পাশাপাশি হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার সক্রিয় থাকায় উত্তরবঙ্গে দুর্যোগ এখনই কমবে না। দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৯ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলার কারণেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিমের জেলার বৃষ্টি চলবে। শনিবার থেকে এই দুর্যোগ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও দফায় দফায় ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। প্লাবন পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া চলবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–