Tuesday, November 4, 2025

বিজেপির বাঙালি-বিদ্বেষ আদতে RSS-এর দ্বেষের সমার্থক: রাখি বেঁধে বার্তা গণমঞ্চের

Date:

Share post:

ইংরেজ শাসনে বিভেদনীতি এনে বাংলাকে ভাগের চক্রান্ত ও দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুর মানসিকতা তৈরিকে রুখে দিতে পথে নেমেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি (Rakhi) পরিয়ে সেদিন বাঙালির সৌভ্রাত্ব গড়ে তুলেছিলেন তিনি। বাঙালির কাছে রাখি বন্ধনের দিন তাই ধর্ম-বর্ণ-জাতি-লিঙ্গ নির্বিশেষে সুসম্পর্ক গড়ে তোলার দিন। ব্রিটিশ শাসনের সময়ে যেভাবে সেই সৌভ্রাতৃত্ব গড়ে তোলার মধ্যে দিয়ে বাঙালির চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতিকে মনে করিয়ে দিয়েছিলেন, বর্তমান প্রেক্ষিতেও সেভাবেই রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে বাঙালির এক একটি ধর্মীয় সম্প্রদায় থেকে জাতি, এমনকি আঞ্চলিক ভাষার মধ্যে বিভেদের পাঁচিল তুলতে চাইছে বিজেপি, সেখানেই নিজেদের সম্প্রীতির ঐতিহ্যকে ফের একবার মনে করিয়ে দিল দেশ বাঁচাও গণমঞ্চ। এই প্রেক্ষিতে ‘গণমঞ্চ বার্তা’ (Ganamancha Barta) প্রকাশ করে তাঁরা তুলে ধরলেন কীভাবে বিজেপির মাধ্যমে প্রকাশিত হিংসা দ্বেষের রাজনীতি পুষ্টি পেয়ে এসেছে আরএসএস-এর (RSS) হাত ধরে।

রাখির দিন রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে শনিবার সৌভ্রাতৃত্বের বার্তার প্রচার করেন দেশ বাঁচাও গণমঞ্চের (Desh Bachao Ganamancha) সদস্যরা। সেই সঙ্গে প্রকাশিত হয় ‘গণমঞ্চ বার্তা’র বিশেষ সংখ্যা। আর সেখানেই তুলে ধরা হল সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ধর্মীয় অস্থিরতা তৈরির বিজেপির পরিকল্পনার পিছনে রয়েছে আরএসএস-এরই ইন্ধন। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে যেভাবে আরএসএস ব্রিটিশকে ইন্ধন যুগিয়ে দেশভাগে, এবং সর্বোপরি ধর্মের ভিত্তিতে দেশ ভাগে প্রভাবিত করেছিল, সেই একই ছবি বর্তমান সময়েও দেশ জুড়ে। শুধু সেখানে নেতৃত্বে আরএসএস নয়, নেতৃত্বে বিজেপি।

আরও পড়ুন: কীসের দায় মোদির: ট্রাম্পের শুল্ক চাপানোর পরেও মার্কিন সামগ্রী কেনাতেই নজর ভারতের!

এই পরিস্থিতিতে শতবর্ষ উদযাপন করছে আরএসএস। যার ফল ভোগ করছে বাংলার মানুষ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শুধুমাত্র ভাষার কারণে হিংসা ও বিদ্বেষের শিকার হতে হচ্ছে বাঙালিদের। গোটা দেশে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বাস্তব পরিস্থিতি ফিরিয়ে আনতে আরএসএস ও তার সহযোগী শক্তিগুলিকে পরাজিত করার বার্তা দেওয়া হয় গণমঞ্চের তরফে। তাঁদের পত্রিকার মাধ্যমে। আরএসএস-এর ইতিহাস, উত্থান থেকে বর্তমান কার্যক্রম বিশদে তুলে ধরা হয়। সেই সঙ্গে যে বিজ্ঞান, জাতীয়তাবাদ নিয়ে আরএসএস নেতারা প্রকাশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আরএসএস-এর সেই বিজ্ঞান চিন্তা, জাতীয়তাবাদের প্রতি চিন্তার স্বরূপ তুলে ধরা হয় পত্রিকার মাধ্যমে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...