রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু পারস্পরিক সৌজন্যের যেন অভাব না হয়। কারণ এটাই বাংলার কৃষ্টি-সংস্কৃতি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রীতি মেনেই চলেন। শনিবার রাখি বন্ধনের দিন সেই সৌজন্যের টুকরো ছবি ধরা পড়ল সোনারপুরের তেমাথার মোড়ে। সেখানে বর্ষীয়ান CPIM নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) হাতে রাখি বেঁধে দিলেন তৃণমূল (TMC) বিধায়ক লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র।

এদিন রাজ্য যুবকল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন বিধায়ক লাভলি। সকাল থেকেই হাসিমুখে তিনি পথচলতি সকলের হাতে রাখি পরাচ্ছিলেন। এইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের নেতা তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।

দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে গিয়ে তাঁকে রাখি পরানোর প্রস্তাব দেন। হাসিমুখে রাজি হন সুজন। রাখি পরিয়ে লাভলি বলেন, “আগামী দিন যেন ভালো কাটে, সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক। আর সুজনদা যেন ভালো থাকেন— এই আমার প্রার্থনা।”

প্রত্যুত্তরে সুজন রাখি বন্ধনের মূল মন্ত্র তুলে ধরে বলেন, “এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা, কিন্তু সম্পর্ক মানবিক।” উপস্থিত সকলের মতে, এটাই বাংলার সংস্কৃতি। ভিন্ন মত হলেও আন্তরিকতার অভাব হয় না।

আরও পড়ুন – রাজকাহিনী! সৃজিতের সঙ্গে আবিরের ঝামেলা, কারণ জানালেন খোদ টলিউডের সোনাদা

_

_

_
_

_

_
_
_
_
_