Wednesday, November 5, 2025

নবান্ন অভিযান নিয়ে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা আটকাতে ব্যারিকেড- ড্রোন নজরদারি

Date:

আরজি কর আন্দোলনের বর্ষপূর্তিতে সরকার বিরোধী দেশ কিছু গোষ্ঠীর নবান্ন (Nabanna) অভিযান ঘিরে বিশৃঙ্খলা আটকাতে বদ্ধপরিকর কলকাতা তথা হাওড়া পুলিশ।  ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জমায়েতের খবর মিলেছে। সাঁতরাগাছি স্টেশন (Santragachi) চত্বরে বিক্ষিপ্ত ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে মাইকিং করে বারবার পুলিশের তরফ থেকে আদালতের নির্দেশ মানার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাওড়ায় যান নিয়ন্ত্রণ করছে প্রশাসন। হাইকোর্টের (Calcutta High Court)শর্ত মেনে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এই কর্মসূচির জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হলেও, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা এই আন্দোলনের সমর্থকরা কতটা নিয়ম মানবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই সাঁতরাগাছিতে গার্ডরেল ও পুলিশ ব্যারিকেড করা হয়েছে। উত্তেজনায় পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও RAF। আকাশ পথে ড্রোনে চলছে নজরদারি।

শনিবার সকাল থেকেই হাওড়া ময়দান, মল্লিক ফটক, বেলেপোল মোড়, সাঁতরাগাছি ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নবান্ন সংলগ্ন সব রাস্তাতে ১২-১৩ ফুটের লোহার গেট বসানো হয়েছে। দ্বিতীয় হুগলি ব্রিজের (Second Hooghly Bridge) দিকে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। সাঁতরাগাছিতে জমায়েতের কথা মাথায় রেখে অফিস টাইমে যানজট এড়াতে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আসা গাড়িগুলোকে বেলেপোলের ডানদিক দিয়ে ঢুকিয়ে সলপের দিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version