স্বরূপের দুহাত ভর্তি রাখী, টলিপাড়ায় ফেডারেশন আয়োজিত রাখী বন্ধন উৎসবে খুশির মেজাজ

Date:

Share post:

প্রতিদিনের চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে গিয়ে সৌভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধনে একে অন্যের হাতে রাখী পরিয়ে দিলেন টলিপাড়ার শিল্পী থেকে টেকনিশিয়ানরা। শনিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav)। বিগত বছরের মতো এবারেও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) উদ্যোগে স্টুডিও পাড়ায় এই উৎসবের (Swarup Biswas) আয়োজন করা হয়েছিল। বাঙালির অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে ভাস্বর উৎসবে সামিল হলেন বাংলা সিনেমা -সিরিয়াল জগতের অভিনেতা- অভিনেত্রী থেকে প্রযোজক, পরিচালক, ক্যামেরার নেপথ্যের কলাকুশলী প্রত্যেককেই। ফেডারেশনের (FCTWEI) দ্বিতীয় বছরের উদ্যোগে খুশি বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলেই। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা হাসিমুখে দুহাত ভর্তি করে রাখী পরিয়ে দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত (Piya Sengupta), দিগন্ত বাগচি পারমিতা মুন্সি, গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), জয়দীপ মুখোপাধ্যায়, নিশপাল সিং (Nispal Singh) সহ অনেকেই। দেখা মিলল সান বাংলা, জি বাংলা (Zee Bangla), জিও স্টারের সিরিয়ালের বহু চেনা অচেনা মুখেদের। একে অন্যকে রাখী পরানোর পাশাপাশি চলল মিষ্টি খাওয়ানো থেকে ফটোসেশন পর্ব।

কলকাতা ও আশপাশের সব স্টুডিওর শ্যুটিং ফ্লোরে আজ যেন এক অন্য মেজাজ। ফেডারেশন ওয়ার্কিং কমিটি ও এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সকাল ১১টা থেকে বিভিন্ন স্টুডিওতে উপস্থিত হয়ে সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন।

ফেডারেশন সভাপতি জানান, এই মুহূর্তে বিনোদন জগতে যারা লিড করছেন সেই সমস্ত চ্যানেলের প্রযোজক থেকে শুরু করে শিল্পীরা প্রত্যেকেই এই উৎসবের সামিল হয়েছেন। এটা সত্যিই আনন্দের, গর্বের। স্বরূপ বলেন, ‘আমরা সারা বছর এক সঙ্গে কাজ করি। কোন সিরিয়াল ছয় মাস চলে, কোনটাও তার বেশি। কেউ কেউ শতাধিক এপিসোড পার করে যায়। দীর্ঘদিন ধরে যে কাজের জায়গায় দিনের অনেকটা সময় কাটাতে হয় সেখানে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির মেলবন্ধন না থাকলে কখনই সুন্দর সুশৃংখল কাজের পরিবেশ তৈরি করা সম্ভব হত না।’ সাম্প্রতিকালে বারবার ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সমস্যা নিয়ে একাধিক খবর শিরোনামে উঠে এসেছে। সভাপতি বলেন, মাঝেমধ্যে কিছু ঘটনা ঘটে তবে সব সময় তার দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। যাঁরা সমালোচনা করেন তাঁদের বলব এসে বসে কথা বলুন। তিনি জানান, টেকনিশিয়ানদের বিশেষ করে মহিলা কর্মচারীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে সুরক্ষা বন্ধু। কাজ করতে করতে যদি কোনও মহিলা শিল্পীর রাত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাঁকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলাকুশলী এবং শিল্পীদের মধ্যে সমন্বয় সাধন করার পাশাপাশি প্রত্যেককে ভালো রাখার জন্য কাজ করে চলেছে এই সংস্থা। রাখী বন্ধন উৎসবের দিনে বাংলা ভাষার অপমান নিয়েও মুখ খোলেন স্বরূপ। বলেন, ‘বাংলা আমার মাতৃভাষা। যারা এই ভাষাকে হেনস্থা করছে তারা মাকে অপমান করছে। এদের কোন ক্ষমা নেই।’

ফেডারেশনের উদ্যোগে বাংলা বিনোদন জগতের কলাকুশলীদের নিয়ে আয়োজিত রাখী বন্ধন উৎসবে স্টুডিও পাড়ায় সকলের মিলেমিশে আনন্দ উদযাপনে সত্যিই যেন এক যৌথ পরিবারের অনন্য ছবি ধরা পড়ল ক্যামেরায়। খুশি শিল্পী থেকে প্রযোজক পরিচালক সকলেই। অজান্তেই যেন উচ্চারিত হল শঙ্খ ঘোষের কবিতার লাইন, ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’।

 

spot_img

Related articles

দুর্বিষহ পরিষেবা, প্রতিবাদে মেট্রো রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি জাতীয় বাংলা সম্মেলনের

কলকাতা মেট্রো পরিষেবার (Kolkata Metro Service) বেহাল দশার প্রতিবাদে ফের পথে নামল জাতীয় বাংলা সম্মেলন (Jatiyo Bangla Sammelan)।...

গুজরাটে এত দামি ফুচকা! তাতে আবার কম পেয়ে পথ অবরোধ মহিলার

কুড়ি টাকায় কটা ফুচকা পাওয়া যায় মোদির রাজ্য গুজরাটে? ভোদদরার এক মহিলা জানালেন – ৬টি। খুব গায়ে লাগলেও...

রাজনৈতিক দলকে ‘না’! বুথের ভিডিও বেসরকারি সংস্থাকে দিল নির্বাচন কমিশন

সম্প্রতি নির্বাচন কমিশন দাবি করেছিল ভোটারদের নিরাপত্তার স্বার্থে কোনও রাজনৈতিক দলকেই নির্বাচনের দিনের বুথের ভিতরের ভিডিও দেওয়া যাবে...

Group C-Group D চাকরিহারাদের ভাতা-সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

SSC-র গ্রুপ-সি গ্রুপ-ডি (Group C Group D) চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই...