Wednesday, November 5, 2025

সুপার ফ্লপ নবান্ন অভিযান, অনিকেতদেরই ‘অপরাধী’ বলে দাগিয়ে দিলেন শুভেন্দু

Date:

সুপার ফ্লপ কর্মসূচি। আশেপাশে নেই নিজের দলের নেতারাওষ কর্মীর সংখ্যা হাতে গোনা। তার মধ্যে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন, শনিবারের বিজেপির নবান্ন (Nabanna) অভিযানে তাঁরা নেই। আর তাতেই সরাসরি অনিকেত মাহাতদের ‘অপরাধী’ বলে দাগিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)।

অভয়ার মৃত্যুদিনে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি (BJP)। সেখানে যোগ দিতে রাজি হয়নি জুনিয়র ডাক্তার ফ্রন্ট। রাম-বামের সাহায্য পরোক্ষে নিলেও প্রত্যক্ষভাবে রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে তো চলতে চেয়েছেন আর জি কর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকরা। এদিকে শনিবার নবান্ন অভিযানের নামে কার্যত পার্কস্ট্রিটের এক কোনায় বসে থাকতে হয়েছে শুভেন্দু অধিকারীদের। না ছিল লোকবল, না ছিল জনসমর্থন। সেই কারণেই বিরোধী দলনেতার রাগ গিয়ে পড়েছে জুনিয়র ডাক্তারদের উপর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “২০১১ সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে তখন এসইউসিআই তাদের সমর্থন করেছিল। সেই সময় তৃণমূলের হয়ে এসইউসিআই প্রার্থীর সমর্থনে আমি নিজে জয়নগর কুলতলীতে প্রচার করেছিলাম। ডাক্তারদের একটা অংশ পরিচিতি এসইউসিআই কর্মী হিসেবে। ২০১১ -তে ওরাও মমতাকে সাহায্য করেছিল। আমি যদি অপরাধী হই, অনিকেত মাহাতরাও সমান অপরাধী।”

বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা অনিকেত মাহাত (Aniket Mahato) বলেন, “আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নবান্ন অভিযানে যাইনি। শুভেন্দু অধিকারী তাই আমাদের কাঠগড়ায় তুলতেই পারেন৷ কিন্তু আমাদের কাঠগড়ায় তুলেছেন কেন? অনিকেত মাহাত তো সুপ্রিম কোর্ট নয়, শিয়ালদা কোর্টের বিচারক নয়, সিবিআই নয় তাহলে কেন? প্রতিবাদ করেছি বলেই যদি আমাকে কাঠগড়ায় তুলতে হয় তাহলে এই প্রতিবাদ করবই।”

বিজেপির (BJP) সাহায্য নিয়ে আন্দোলনে ভেসে থাকতে চেয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর তাদেরকে মুখ করে পিছন থেকে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালিয়েছিল বিজেপি, অতিবামরা। কিন্তু সময় বুঝে যে যার মত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন একে অপরের দিকেই কাদা ছুড়ছে।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version