প্রকাশক ও বই বিক্রেতা গিল্ডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল। আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক এই গিল্ডের নতুন পদাধিকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা ২০২৫-২০২৬ সালের জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।

সভায় গিল্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুধাংশু শেখর দে। সহ-সভাপতি হয়েছেন অশোক দে ও তপস সাহা। সাধারণ সম্পাদক হয়েছেন ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শুভঙ্কর দে। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকছেন রাজু বর্মন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অশোক নারায়ণ বর্মন, এশা চ্যাটার্জি, মিলিন্দ দে, সৌভিক দে, সুধীপ্ত দে এবং যোগেশ জে. তন্না।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সফল আয়োজন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনায় নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

আরও পড়ুন – সংস্কৃতি দিবস ও রাখি বন্ধনে নেতাজি ইনডোরে ক্রীড়া – বিনোদন জগতের তারকা মিলন

_

_

_

_

_
_
_
_
_
_