Sunday, December 14, 2025

আহত অভয়ার মা: দুভাগ ‘আন্দোলন’ মঞ্চ! পিছনে ধস্তাধস্তি করে প্রচারের আলোয় কারা, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

এক আন্দোলনে অরাজনৈতিক ট্যাগ ঝুলিয়ে এক হয়েছিল রাম-বাম। বছর ঘুরতেই একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ভাগ হয়ে গেল বিচারের দাবিতে তৈরি হওয়া অভয়া মঞ্চ। নবান্ন অভিযানে লোক না হওয়ায় বামেদের উপর খেপলেন বিরোধী দলনেতা। আর আন্দোলনে গিয়ে অভয়ার মা আহত হওয়ায় শুভেন্দু (Suvendu Adhikary) অনুগামীদের উপর দায় চাপালেন অভয়া মঞ্চের চিকিৎসকরা। আর তাতেই যেন আদতে কীভাবে আহত হলেন অভয়ার মা,সেই ইস্যুটাই ধামাচাপা না পড়ে যায়, সতর্ক রাজ্যের শাসকদল। সেই সঙ্গে প্রশ্ন তোলা হল, পিছন থেকে ঠেলাঠেলিতে যারা ভূমিকা নিয়েছিলেন তাদের ভূমিকা এই আঘাতের পিছনে কতটা।

শহরের রাস্তাঘাট আটকে শুক্রবার যে ফ্লপ শো আয়োজন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাতে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছিল অভয়া মঞ্চ। তাদের দাবি, বিজেপি যদি আন্দোলন করে তাহলে আগে সিবিআই-এর উপর চাপ দিক। আগে অভয়ার বিচার সিবিআই (CBI) দফতর থেকে নিয়ে আসুন বিরোধী দলনেতা, স্পষ্ট জানান জুনিয়র চিকিৎসক সংগঠনের (WBJDF) নেতা অনিকেত মাহাতো। ফলে শুক্রবারের অভিযানে লোক ভরাতে ব্যর্থ বিজেপি। তাতেই খেপে লাল শুভেন্দু। ২০১১ সালের উদাহরণ তুলে ধরে এসইউসিআই (SUCI) সমর্থিত চিকিৎসককে কাঠগড়ায় তোলার চেষ্টা চালান তিনি।

যদিও পাল্টা অনিকেত সিবিআই-এর বিচার নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন। জোট ভেঙে যাচ্ছে দেখে ঐক্যবদ্ধ থাকার ডাকও দেয় অনিকেত। তবে জুনিয়র চিকিৎসকদের থেকে এক কাঠি এগিয়ে অভয়া মঞ্চের সিনিয়র চিকিৎসকরা অভয়ার মায়ের আঘাতের জন্য সরাসরি শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের উপরই দোষ চাপিয়েছেন। তাঁদের ইঙ্গিত, আন্দোলনের নামে ডেকে নিয়ে গিয়ে নিরাপত্তা যারা দিতে পারেনি, আঘাতের দায় তাদের।

আরও পড়ুন: বিমানবন্দরের কাছে চলন্ত বাসে আগুন! বিপদমুক্ত যাত্রীরা

তবে আর জি করের ঘটনায় রাজনীতির আখের গোছানো বাম-রামের দায় ঠেলাঠেলিতে আসল প্রচারের আলোয় আসার ইস্য়ুটাই আরও স্পষ্ট হচ্ছে, দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট দাবি, এত মিডিয়া, এত চ্যানেল, এত কাগজ, এত পোর্টাল, এত ফেস বুক, এত এক্স, এত সোশ্যাল মিডিয়া, এত ফোন-ক্যামেরা- কেউ একটা ছবি দিতে পারলেন না অভয়ার মায়ের আহত হওয়ার অভিযোগের সমর্থনে। অথচ অভিযোগ নিয়ে বিবৃতি চলছে। বাস্তব হল পুলিশ ওঁদের আহত করেনি। পিছন থেকে ঠেলে যাঁরা ওঁদের ধস্তাধস্তির মধ্যে সামনে দিচ্ছিল, ওদের জিজ্ঞেস করুন কী হয়েছিল। শকুনরা পরিকল্পিতভাবে প্রচার চাইছিল, আগের দিনই বলেছিলাম। মিলিয়ে নিন।

spot_img

Related articles

১২২ বছর পর রহস্যের উন্মোচন! কোনারক সূর্যমন্দিরের গর্ভগৃহ থেকে সরছে বালি

ওড়িশার কোনারক সূর্যমন্দিরের (Konark Sun Temple) গর্ভগৃহ থেকে বালি সরানোর কাজ শুরু হল মঙ্গলবার থেকে। প্রায় ১২২ বছর...

মেসি কাণ্ডে শুভশ্রীর পাশে রাজ, সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন ট্রোলারদের 

হাজার হাজার দর্শক যখন টাকা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে (Lionel Messi)এক ঝলকও দেখতে পেলেন না, তখন অনায়াসে...

ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক অব্যাহত, কেমন খেললেন বৈভব?

ভারত পাকিস্তান(India vs Paksitan) ম্যাচে করমর্দন বিতর্ক পিছু ছাড়ছে না অপারেশন সিন্দুর অধ্যায় থেকেই শুরু হয়েছিল এই বিতর্ক।...

পাকিস্তানের জেলের অন্দরের হাল কী? বন্দির কলমে দুর্বিষহ বর্ণনা

কেমন হাল পাকিস্তানের (Pakistan) জেলের অন্দরের? চরবৃত্তির অভিযোগে ধৃত বন্দিদের দশা কী হয় সেখানে? তার কথা এতদিন জানা...